সবাই কেমন আছেন।

কারো
হাসতে হাসতে প্যান্ট
খুলে গেলে আমি
দায়ী নয়
শাকিব খানের
অফিসিয়াল ফেসবুক
পেজে নতুন ছবির
একটা নাম
চেয়ে একটা পোস্ট
করা হইছে আর
সেখানে প্রচুর নাম
জমেছে এর
মধ্যে নির্বাচিত কিছু নাম
দিলাম….কেমন
হয়েছে বলবেন পারলে আপনারা ও
কিছু
বলেন
@ নাম আমার খান, অপু আমার
জান
@ধর সাইকেল মুইতে আসি
@নীশি রাতে চকি কেন লরে
@অপু ছাড়া বাঁচিনা
@মারি তোর কানের
গোড়ায়
@মিসকল দিবি কিনা বল
@তুমি আমার ঝালমুড়ি
@ ১ টাকার হিজরা
@আমি গরিব তুই কেন ধনী
@”সাকিব খান back with চেইন
খোলা pant”
@শিড়ির নিচে বিড়ির দোকান
@এরশাদ কেন বেঈমান ?
@আমার এত আবেগ কেরে ?
@চৌধুরী সাহেব
আপনি রং দেখেছেন
মাগার রঙ্গের
ডিব্বা দেখেন নাই
@অপু না ববি?
@আঘাত The ATTACK
@JAN-THE HEART
@”নায়ক থেকে পরিচালক”
@আক্কাস কেনো কাঁদে
@শাকিব এখন টোকাই
@হরতাল
@নাম আমার শাকিব খান আকিজ
বিড়ি জোরে টান
@বদনা হাতে মদনা সাকিব
@অপু আমার জান ববি আমার
প্রান আমি হিজডা নাম্বার ১
@ মর্জিনা তোরে কাতুকুতু দিমু
@জমির আইলে ভালোবাসা
@জরিনা কেন পুকুর ঘাটে
@ঢিল মারি তোর টিনের চালে
@আঁন্ধার রাইতে কুত্তা ডাকে
@এক ফুট ভালোবাসা
বাঙ্গালি জাতি যে কত বড় রসিক
জাতি এইটা আরেকবার
প্রমান করল এই পোস্ট টাই …..!!
আপনাদের
কাছে নতুন কোন নাম
থাকলে বলেন???

image
Mamunor Rashid changed his profile cover
7 yrs

image
Mamunor Rashid changed his profile picture
7 yrs

image
Mamunor Rashid changed his profile picture
7 yrs

image

image
shihab hossain ridoy changed his profile picture
7 yrs

image

ইটালির এক ব্যাঙ্ক ডাকাত নামকরা এক ডাকাত মাইকের দলে যোগদান দিতে গেল। মাইক তার ব্যাঙ্ক ডাকাতির সব কথা শুনে বলল, তুমি তো অনেক বড়-বড় ব্যাঙ্ক ডাকাতি করেছ। ধরাও পড়নি কখনো। কিন্তু তুমি সাউথ সাইড লিবার্টি ব্যাঙ্কে কোনো দিনই ডাকাতি কর নি কেন?
– ওই ব্যাঙ্কেই তো আমার ডাকাতির সব টাকা জমা আছে।

মহিলাঃ আমার স্বামীকে সুস্থ করে তোলার জন্য আপনাকে কত ফি দিতে হবে?
ডাক্তারঃ আপনার কাছে আপনার স্বামীর মূল্য অনুসারেই দিন না?
মহিলাঃ এই নিন, দশটা টাকা রাখুন।

পাশাপাশি দুটি রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলার পর এক রাজ্যের রাজা সন্ধি-প্রস্তাব পাঠালেন অন্য রাজ্যের রাজার কাছে। সন্ধি-প্রস্তাব নিয়ে রওনা হল অল্পবয়সী এক দূত। সন্ধি-প্রস্তাবদি রাজার হাতে দিতেই রাজা বললেন, তোমাদের দেশে কি পুরুষ মানুষের এত অভাব যে, এমন একজন দূত সাজিয়ে পাঠানো হয়েছে যার এখনো দাড়িই গজায় নি।

দূতটি বলল, আমাদের মহারাজ যদি জানতেন যে, দাড়িকেই আপনি পৌরুষের একমাত্র লক্ষণ বলে ভাবেন, তবে তিনি অবশ্যই আমাকে না পাঠিয়ে একটা প্রমাণ সাইজের রামছাগল পাঠাতেন।