আবার আসিব ফিরে হয়ত কিশোরের বেশে
নতুবা অচেনা মুসাফির হয়ে প্রেমের দেশে।
ফেলে আসা যত স্মৃতি দিবে না আর ব্যথা
সেই আশায় যেন কাটে রাত্রি ঐ ভেবে কথা।
আবার আসিব ফিরে বাবা-মার ছোট ছেলে হয়ে
ভাসবে যেন সুখের জোয়ার হাসি যাবে বয়ে।
কষ্টে পড়া ভাঙ্গা মনে দাগ যাবে রয়ে
অশ্রু বিসর্জনে আড়ালে হারিয়ে যাব ভয়ে।
তবে আবার আসিব ফিরে হয়ত পথহারা পথিক
দূরে রেখে সব দুঃখ অভিনয়ে হাসাবো সবার মুখ।
কেটে যাবে সব ঘোর রাত পেরিয়ে হবে ভোর
ভাঙ্গা মনে থেকে যাবে লেখা নাম তোর।