Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
প্রানের মানুষের সাথে প্রিয় কিছু সময় কাটানো সত্যিই অন্য রকম সুন্দর,,,,,,,বৃষ্টি স্নাত পড়ন্ত বিকেলে বাসা থেকে বের হলাম,রুমঝুম বৃষ্টি ধুয়ে দিচ্ছে কালো পিচ ঢালা পথ,,,,,আকাশ কাঁদছে সখের কান্না,বাতাস ছড়াচ্ছে স্নিগ্ধতা,ভেজা আদরে প্রকৃতির মাতাল আবেশে হেঁটে চলছি প্রিয় মানুষটির হাত ধরে।মাথার উপরে থাকা ছাতায় বৃষ্টির আলিঙ্গন টিপ টিপ শব্দে মাদকতা ছড়াচ্ছে,,,,,,,,,,,,এমনি মোহময় সময়ে যেই নিজেকে বাংলা সিনামার ববিতা ভাবতে শুরু করেছি অমনি পেছন থেকে একটা অটো এসে হর্ন দিল,আর সাথে সাথেই আমার বর মশাই ধ্যান ভেঙ্গে অটো তে উঠে গেল।কি আর করা,,,,,,,,,,সপ্ন ছেড়ে বাস্তবে ফিরে আসলাম।একটু আক্ষেপ আর কিছুটা মন খারাপ নিয়ে ছুটতে শুরু করলাম মেডিকেলের দিকে,উদ্দেশ্য ডক্টর দেখানো।কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম ডক্টর নেই।অবাক হয়ে দেখলাম,আমার খারাপ লাগার বদলে একটু একটু ভালো লাগছে।আর আমার সেই ভালো লাগার পালে হাওয়া দিল আমার বর।হাত ধরে রিক্সায় উঠিয়ে নিয়ে বললবল কোথায় যাবা?জানিনা,,,,,বল যেখানে যেতে চাও,আজ তোমার ইচ্ছা,,,তোমার ইচ্ছা,,,,,,,,,,তারপর চলে গেলাম অজস্র পাগল প্রেমি দের আদর্শ জায়গা পদ্মার পাড়ে,জোড়ায় জোড়ায় বসে থাকা কপোত কপোতিদের মাঝে খুঁজে চলছি সদ্য পরিনয়ের বাঁধনে বাঁধা প্রেমকে।অল্প খুনসুটি আর অনেকটা ভালোলাগা নিয়ে আসর জমিয়েছি মিষ্টি অভিযোগের,,,,,,,,,,,চোখে উষ্ণ প্রেম আর মুখের ভেতর থাকা আমড়া মাখানোর টক মিলে মহুর্তেই সৃষ্টি করলো এক অনন্য অনুভুতির,যা প্রকাশের ভাষা আমার নেই।পদ্মার পাড়ে কিছুটা রোমান্টিক সময় কাটিয়ে গেলাম "চিলিসে"বরের প্রিয় ফালুদা আর চিকেন রোল খেতে খেতে ঝালাই করলাম নিজেদের প্রেম।অবশেষে স্বপ্নের ফেরি করতে করতে রওনা দিলাম আমাদের ছোট্ট নিড়ে,সূর্য তখন পাট চুকিয়ে তলিয়ে গেছে দিগন্ত রেখার বুকে,,,,,,,,আর আমার মনে তখন ঘুরপাক খাচ্ছে একটি অনুভুতি,,,,,,,জীবন সত্যি সুন্দর,ভয়ংকর রকমের সুন্দর,,,,,,,,,
মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করার সময় আপনার পার্শ্ববর্তী নেটওয়ার্ক-এর উপর নির্ভর করে G, E, 3G, H, H+, LTE উঠে থাকে।
এগুলো সবই নেটওয়ার্ক-এর সংস্করণ।
G অর্থ GPRS
আপনার মোবাইল স্ক্রিনে যদি ‘G’ লেখা উঠে থাকে তবে আপনি ইন্টারনেটের সর্বনিম্ন কোয়ালিটি ইউজ করছেন।
অর্থাত এক্ষেত্রে আপনার নেট স্পিড থাকবে খুবই কম।
E অর্থ EDGE
যদি E লেখা থাকে তার মানে আপনি GPRS এর চেয়ে ভালো কোয়ালিটির ইন্টারনেট ব্যবহার করছেন।
এটিই মূলত 2G ইন্টারনেট।
বাংলাদেশের প্রায় সব এলাকাই EDGE কাভারেজ সম্পন্ন।
3G হল GSM এবং EDGE এর চেয়ে দ্রুত গতির ইন্টারনেট সংস্করণ।
3G = 3rd Generation
বাংলাদেশে 3G চালু হলেও মোবাইল অপারেটরগুলা এর চেয়ে উন্নত সংস্করণের ইন্টারনেট চালু করেছে।
যার কারণে 3G কাভারেজ এলাকায় নেট ব্রাউজ করলে মোবাইল স্ক্রিনে H অথবা H+ উঠে।
H = HSDPA / 3.5G
H+ = 3.9G
3G/3.G+ এর চেয়ে দ্রুত গতির ইন্টারনেট হল LTE বা 4G যা আমাদের দেশে বাণিজ্যিকভাবে এখনও চালু হয়নি।
LTE= Long Term Evolution
বাংলালায়নসহ অন্যান্য ওয়াইম্যাক্স কোম্পানিগুলো LTE চালু করতে চাচ্ছে কিন্তু নরমাল মোবাইল অপারেটর গুলোর কারনে তা সম্ভব হচ্ছেনা বলে জানা গেছে।
সারা বাংলাদেশে 3G পৌঁছার এবং LTE চালু হওয়ার আশায়…..
Mamunor Rashid
Delete Comment
Are you sure that you want to delete this comment ?