image

মেয়েটি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলো' ডিম কত করে বিক্রি করছেন?

বৃদ্ধ বিক্রেতা বললো' ম্যাডাম পাঁচ টাকা করে প্রতিটি।
মেয়েটি বললো, আমি ৬টি ২৫ টাকা দেব, না হয় চলে যাবো!
বৃদ্ধ বিক্রেতা উত্তর দিলো, আসেন ম্যাডাম নিয়ে যান আপনার দামে। হয়তো এটাই হবে আমার প্রথম শুধু কারন সারা দিন একটিও বিক্রি করতে পারিনি এখনো!

মেয়েটি ডিম কিনে জিতে গেছে ভেবে চলে গেল।
তারপর মেয়েটি তার দামী গাড়ীতে চড়ে তার বন্ধুর সাথে অভিজাত রেস্তোরাতে গেলো। সেখানে, সে আর তার বন্ধু তাদের পছন্দসই অনেককিছু অর্ডার করলো। কিন্তু তারা যা অর্ডার দিলো তার স্বল্প খেলো আর বেশিরভাগ রেখে দিলো। তারপর সে বিল দিতে গেল।বিল আসলো ১৪০০টাকা। সে দিলো ১৫০০টাকা এবং রেস্তোরা মালিককে বললো বাকিটা রেখে দিতে।

এ ব্যাপারটা রেস্তোরা মালিকের কাছে খুবই স্বাভাবিক হতে পারে কিন্তু দরিদ্র ডিম বিক্রেতার কাছে খুবই বেদনাময়। ইস্যু টা হচ্ছে, আমরা যখন হত দরিদ্র মানুষদের কাছ থেকে কিছু কিনি, কেন আমরা দেখায় আমাদের ক্ষমতা কত? এবং তাদের কাছে কেন এতো উদার হই যাদের ঐ বদান্যতা মুঠেও প্রয়োজন নেই?

আমি একটা কোথায় পড়েছি:

আমার বাবা দরিদ্র মানুষদের কাছ থেকে সাধারণ জিনিসপত্র কিনতেন চড়া দামে, যদিও উনার ঐগুলো প্রয়োজনীয় ছিলো না। মাঝেমাঝে উনি তাদেরকে অতিরিক্ত মূল্য দিতেন।

এ ব্যাপারটা নিয়ে আমি চিন্তিত হলাম এবং উনাকে জিজ্ঞেস করলাম কেন উনি এমন করেন?
তখন আমার বাবা উত্তর দিলেন,

পুত্র, এটা হচ্ছে মর্যাদার চাদরে মোড়া দানশীলতা।
"It is a charity wrapped with dignity,my child!

”সংগৃহীত”

image

image

দৃষ্টিভ্রম

image

Let's chat in here: http://www.sharwar.com/mesongger/

Mesongger | Online Best Free Chat | Alternative of Messanger | Login

Mesongger Free best onlince chat forever!!

NEW ICO Crypto****NEW ICO Crypto.
just Registration FREE 10 Coin free for your .
SPONSOR SIGNUP BONUS : 5 coin
have lending page, Tradeing page
1 coin is now $5.95 join now & received $59.5
https://swapcoinz.org/go/ref/603f1e662a4fb633

image

NEW ICO Crypto****NEW ICO Crypto.
just Registration FREE 10 Coin free for your .
SPONSOR SIGNUP BONUS : 5 coin
have lending page, Tradeing page
1 coin is now $5.95 join now & received $59.5
https://swapcoinz.org/go/ref/603f1e662a4fb633

image

NEW ICO Crypto**agetron**NEW ICO Crypto
just Registration FREE 50 Coin free for your . 100% referral bonus .
https://agetron.com/ref/rasel123

image

NEW ICO Crypto**agetron**NEW ICO Crypto
just Registration FREE 50 Coin free for your . 100% referral bonus .
https://agetron.com/ref/rasel123

image

স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?
-কেন? কি করবা?
-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা
লাগছে।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বি না।
-কেন?
-তরকারি নাই। আর লবণ দিয়া ভাত খাইতে
পারি না।
তাই খাইতে পারি নাই।
কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন
লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে
ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-মায় কইছে ইস্কুল ছুটির পর গেলে কচু
রাইন্ধা রাখব। হেইডা দিয়া মজা কইরা
ভাত
খামু।
মায় খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে
পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা
কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?
হ্যাঁ যাব। যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত
খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে
নিয়ে
তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত
তাকিয়ে
রইলাম।
তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা
তারা
খেয়ে শেষ করতে পারে
না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে।
এমন
অনেক
বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ
মিডিয়াম স্কুলে
পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত
আবদার!
সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে
থাকা
মানুষ
গুলোর দিকে ফিরেও তাকান না।
তাকাবেন
কেন??
তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা
তো
নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি
স্প্রে
গায়ে দিয়ে ঘুরে
বেড়াই। ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং
নামক
টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি,কেউ
কিরণমালা,
কেউ শীলা কি জাওয়ানি নামক উদ্ভট সব
পোশাক
কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই
না এই
বাইরের পোশাক গুলোতে আমাকে কি
মানাচ্ছে?
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা
টাকা
দেন। তখন বলি-ভাংতি নাই। মাফ কর।
গার্লফ্রেন্ডকে
নিয়ে চাইনিজ এ
অনেক-ই যায়। কত টাকা খরচ হয় হিসাব
রাখে না
অথচ
গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা
বাড়াইয়া দেন।
তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে
না।

গরীব লোক গুলোর অপরাধ কি?
অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে
গরীবের
ঘরে জন্ম দিয়েছেন। আর আপনাকে সোনার
চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে।
আমি
ছেলে মেয়ে কাউকে উদ্দেশ্য করে এই
পোষ্টটা দেইনি।
"এটা শেয়ার করার কারণ শুধু আমাদের ঘুমন্ত
বিবেকটাকে একটু জাগ্রত করার জন্য...!!!

image