Samiul Alam changed his profile cover
7 yrs

image

অভিমান
সামিউল আলম
####জন্ম ১৯৯৭ –মিত্তু coming soon.....
ভুলে যেও না মনে করো একবার
তোমার কথা আমার মনে পরে কেন বার বার ।
তোমার সাথে হয়না কথা ,করছো অভিমান
তাই তো তোমায় ভেবে কষ্ট হচ্ছে আজ ।
তুমি হইত ভুলেই গেছ,সে সব দিনের কথা,
তুমি বলে ছিলে
ভুলবো না তোমাকে ,ছাড়বো না তোমার হাত
মিথ্যা ছিলো কী সে সব কথা বল তুমি আজ?
হইতো তুমি বলবে , ভুলিনি তোমায় আজও
তবে আমার উপর কেমনে করো অভিমান ।
সবাই কথা দিতে পারে ,রাখতে পারে কয়জন
তোমার ঐ অভিমানে হারিয়ে গেছে আমার প্রিয়োজন ।
আমি কি তোমার জন্য এখন ও দাঁড়িয়ে থাকবো
অপেক্ষায় থাকা যে কতোটা কষ্ট তুমি যানও না

Sayedul Sakib changed his profile picture
7 yrs

image

#কমেন্ট প্রব্লেম ঠিক করা হয়ে গেছে

image

আমরা আছি আপনার পাশে ফোজায়েল ভাই।আপনি এগিয়ে যান।আমরা এখন এফআইবি পরিবারের সদস্য।ধন্যবাদ

Md Mikail Biswasi changed his profile picture
7 yrs

image
Shohag Shahriar changed his profile picture
7 yrs

image

#চল_চল_চল!

চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।

ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।

image

ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় এমন উজল ধারা,
কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে
তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জাগে।।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

পুষ্পে পুষ্পে ভরা শাখি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে।
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

ভায়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ
ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

—- দ্বিজেন্দ্রলাল রায়।

image