সারা শহর খুঁজে বেড়াই
তোমার যদি দেখা পাই।
চোখ বুজলেই তোমায় দেখি,
খুললে দেখি তুমি নাই।

https://youtu.be/zlVcFS7wh90

https://youtu.be/UUSsxN69AZU

https://youtu.be/uPTFWao0QBI

https://youtu.be/kbdF5O5FUM4

https://youtu.be/uKpNw7g37oE

https://youtu.be/DHotmZeVaYg

https://www.earnstations.com
Referral ID: 15067495217039

Just a moment...

image

আগামী ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, এ বছর ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ৩৮তম বিসিএসের আবেদন কার্যক্রম শেষ হয়। এছাড়া পিএসসির বিজ্ঞপ্তিতে ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়েছিল। প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।