আর কি হবে এমন জনম
বসব সাধু মেলে ৷
হেলায় হেলায় দিন বয়ে যায়
ঘিরে নিল কালে ৷৷

কত কত লক্ষ যোনী
ভ্রমন করেছ জানি
মানব কূলে মনরে তুমি
এসে কী করিলে ৷৷

মানব কূলেতে আশায়
কত দেব দেবতা বাঞ্ছিত হয়
হেন জনম দীন-দয়াময়
দিয়েছে কোন ফলে ৷৷

ভুলো না রে মন রসনা
সমঝে কর বেচাকেনা
লালন বলে কূল পাবা না
এবার ঠকে গেলে ৷৷

আর কি হবে এমন জনম

Helay Helay Din Voye Jay হেলেয় হেলায় দিন বয়ে যায় লালন গীতি

মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে ৷

চাতক প্রায় অহর্নিশী
চেয়ে থাকে কালোশশী
হব বলে চরণদাসী
ও তা হয়না কপাল গুণে ॥

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে ॥

যখন ঐ রূপ স্মরণ হয়
থাকে না লোক লজ্জার ভয়
লালন ফকির ভেবে বলে সদায়
ঐ প্রেম যে করে সেই জানে ॥

মিলন হবে কত দিনে

Milon Hobe Koto dine
Amir Hosen shared a post  
4 yrs

সত্য বল সুপথে চল, ওরে আমার মন....

4 yrs

সত্য বল সুপথে চল, ওরে আমার মন ৷
সত্য সুপথ না চিনিলে
পাবি নে মানুষের দরশন ॥

ফড়িয়া মহাজন যে জন তার বাটখারাতে কম
তারে কসুর করবে যম
গদিয়ান মহাজন যে জন
বসে কেনে প্রেম-রতন ॥

পরের দ্রব্য পরের নারী হরণ কর না
পারে যেতে পারবে না
যতবার করিবে হরণ
ততবার হবে মরণ ॥

লালন ফকির কি আসলে মিথ্যে
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে
সই হলো না একমন দিতে
আসলে হলো না করণ ॥

Visit for play or Download.....

সত্য বল সুপথে চল ওরে আমার মন

Sotto Bol Supothe Chol

সত্য বল সুপথে চল, ওরে আমার মন ৷
সত্য সুপথ না চিনিলে
পাবি নে মানুষের দরশন ॥

ফড়িয়া মহাজন যে জন তার বাটখারাতে কম
তারে কসুর করবে যম
গদিয়ান মহাজন যে জন
বসে কেনে প্রেম-রতন ॥

পরের দ্রব্য পরের নারী হরণ কর না
পারে যেতে পারবে না
যতবার করিবে হরণ
ততবার হবে মরণ ॥

লালন ফকির কি আসলে মিথ্যে
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে
সই হলো না একমন দিতে
আসলে হলো না করণ ॥

Visit for play or Download.....

সত্য বল সুপথে চল ওরে আমার মন

Sotto Bol Supothe Chol

without caption ,,,,

image

গোস্ত রান্না করার সময়...?

image

হরে কৃষ্ণ

image

image

শুধু ভালোবাসার মানুষের জন্য বেঁচে থাকি ভালোবাসার মানুষ মরে গেলাম

image

image