krypton changed his profile picture
5 yrs

image

ঢাকায় চলাফেরা করতে চাইলে এসব বিষয়ে খুব সতর্ক
থাকুন!!

১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন,
কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত
করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই,
সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা
করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা
আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে,
কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।

২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার
সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে
হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার
মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল
দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো
ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষদেখে তাদের
নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে
কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে
আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল
করবে।

৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে
আছেন,নানা ধরণের লিফলেট যেমনঃ
দুর্বলতা,রোগে, নানালোভে আপনাকে ফাঁদে
ফেলার ব্যবস্থা। এমন বলে যে রুম ডেট এর
ব্যবস্থা আছে।

৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার
সাথে কথাবলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু
ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে
কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার
সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে,
তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাতে পারেন। সুন্দরি বোরখা ওয়ালী মেয়ে দিয়ে ব্লাক মেইল করার সম্ভাবনা অনেক বেশি।

৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি-ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস,লুডু ইত্যাদি খেলছে, কাছে
গেলেন তো ফেঁসে গেলেন।

৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময়
করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে
স্থান যেন আপনার পরিচিত হয়। বাসায় জানিয়ে যাওয়া ভালো আর কিছুক্ষণ পরপর যোগাযোগ করা উত্তম।

৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত
থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা
রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ
থেকে ফেলে দেয়। খুব সাবধান!

৮। লঞ্চ, বাস বা ট্রেন এ কোনো বগি তে কম
যাত্রী থাকলে উঠবেন না। বিশেষ করে আপনি যদি
মেয়েযাত্রী হন বা সাথে মেয়ে বা মহিলা যাত্রী
থাকে ।

৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন যেমন মাওয়া ঘাট এ , তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না আর নারী যাত্রী বা মহিলাদের সাথে করে নিয়ে রাতে পার হবেন না। কারন, দেখা গিয়েছে যে, এক দল লোক আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে বা মহিলাদের ধর্ষণ করে ছেড়ে দিতে পারে, আবার মেরেও ফেলতে পারে।

১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাস ডিপোর কাছ
দিয়া , বা বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ
নেশাখোর ওঁতপেতে থাকে ছিনতাই এর জন্য।

১১) আপনি ব্যাংক থেকে টাকা তুলছেন , আপনাকে
ফলো করবে একদল ছিনতাই কারি ? তারা সংঘ বদ্ধ
৮/১০ জন, বাসে উঠে বলবে আপনার কাছে থাকা
পরিমান তাদের টাকা হারাইসে। ওদের লোক খুজবে
, আপনার কাছে পাবে , আপনাকে ছিনতাইকারী
বলে পেটাবে, আর টাকাগুলো নিয়ে যাবে !!
.
বিপদ অাপনার কাছে যেকোনো মূর্হুতে
চলে অাসতে পারে...তাই সবসময় চোখ-কান
খোলা রেখে অগ্রসর হবেন।

মনে রাখবেন, আপনার বিবেক, আপনার জ্ঞান, আপনার হুশিয়ারি আর আপনার সচেতনতাই আপনার সবচেয়ে ভালো বন্ধু। ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য।

Copied.

Md Jahid Hasan changed his profile picture
5 yrs

image
Uzzal Afsan changed his profile picture
5 yrs

image
iqbal changed his profile cover
5 yrs

image

Hi

Md Rayhan Uddin changed his profile picture
5 yrs

image
Md. Hazrat Ali created a new article
5 yrs

করপোরেট চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিংয়ে সফল কুষ্টিয়ার তরুণ | #ফ্রিল্যান্সার #গ্রাফিকস_ডিজাইনার #Freelancing #Outsourcing

করপোরেট চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিংয়ে সফল কুষ্টিয়ার তরুণ

করপোরেট চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিংয়ে সফল কুষ্টিয়ার তরুণ

Md. Hazrat Ali created a new article
5 yrs

সন্তানের জন্য চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিংয়ে সফল নাজমুন নাহার | #ফ্রিল্যান্সিং #Freelancing #SEO #Search_Engine_Optimization #Outsourcing

সন্তানের জন্য চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিংয়ে সফল নাজমুন নাহার

সন্তানের জন্য চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিংয়ে সফল নাজমুন নাহার

Md. Hazrat Ali changed his profile cover
5 yrs

image