সুযোগটাকে বুঝতে হলেও যোগ্যতা থাকতে হবে অহংকার নয়
15 বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন তখন তিনি তার পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার রুমে পাঁচ জন কে ইনভাইট করেছিলেন।
ইনভাইট করার কারণ কি ছিল জানেন?
বিজনেস_অপরচুনিটি নিয়ে কথা বলা।
তার সেই পাঁচজন বন্ধুর মধ্যে মাত্র দুজন এসেছিল। এবং দুজন এই তার চ্যালেঞ্জ একসেপ্ট করেছিল।
আর তারা দুজনেই আজ বিলিয়নিয়ার!?
01. Dustin Moskovitz With over $6.5 billion and
02. Eduardo saverin with over $3.4 billion.
তাই যখনই আপনার কোন বন্ধু বা কেউ আপনার নিকট এসে কোন বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবে। সত্যি বলছি মন দিয়ে শুনুন, মাইন্ড কে খুলে ধরুন এবং বুঝুন বোঝার চেষ্টা করুন। কারণ আপনার বন্ধু বা সেই মানুষটা এত মানুষ থাকতে আপনার কাছে এমনি এমনি ছুটে আসে নাই নিশ্চয়ই আপনার মাঝে অনেক ভালো কিছু দেখেছে,যেটা আপনার কাছে হয়তো ধরা দেয় নাই। আপনার দ্বারাই ভালো কিছু করা সম্ভব। সুযোগ আপনার কাছে আসবেই,আপনি যদি বিজ্ঞ হন তাহলে সুযোগটাকে আলিঙ্গন করবেন নয়তো আপনার অহংকারের হাতটির কারনে সুযোগটি হারাবেন।
#collected

image

image

image

image

image

Bokhtiar Chowdhury

image

?সব ডুবে গেলেও বিদ্যুৎ বিল মাফ নেই !
প্রয়োজনে হেলিকপ্টারে করে এসে মিটার চেক করা হবে...!!

বাংলাদেশের বড় বড় দূর্নীতির মধ্যে #বিদ্যুৎ খ্যাতে চলছে রমরমা দূর্নীতি, যেভাবে ইচ্ছে সেইভাবে বিদ্যুৎ বিল বানিয়ে জনগনের মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে ।

বিদ্যুৎ খ্যাতে দূর্নীতি প্রতিরোধ করুন............

image

ভৈরব জগন্নাথপুর দক্ষিণ পাড়া এলাকার এক বাবার দুই কন্যা দুলাল মিয়ার দুই মেয়ে এক সাথে পানিতে পড়ে মারা গেছে??
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিওন
আল্লাহ তাদের বাবা মাকে এই শোক শুইবার তৌফিক দান করুন

image

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন,

" যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যাবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।

আপনি যখন ব্যাবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ ।

সেই প্রথম সময়টায় আপনার খুব কাছে বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে । কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে । অন্যরা হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না ।

এরপর একটা সময় আসবে যখন আপনি আপনার পরিশ্রম আর লেগে থাকার ফল পাবেন । হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন ।

দেখবেন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব , কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন । শুধু সেই অপিরিচিত মানুষগুলোই নেই!! আপনি খারাপ কিছু করলে তার ভাগ কেউ নিতে আসবে না। কিন্তু এতটুকু ভালো কিছু করলেই সবাই দৌড়ে আসবে যার যার অংশের ক্রেডিট নিতে।

#বাস্তবতা

image

image