মায়ের পায়ের নিছে সন্তানের বেহেস্ত, যার মা নাই তার দুনিয়াই অন্ধকার, যাদের মা আছেন, আল্লাহ যেন মায়ের হায়াৎ বৃদ্ধি করে দেন,আমিন।

image

মেঘের আড়ালে যখন সূর্য লুকিয়ে
থাকে..!!
তখন তা সবাই অনুভব করতে পারে
কিন্তু মানুষ এর মনে যখন কষ্ট লুকিয়ে
রাখে..!!!
তখন কেউ তা অনুভব করতে পারে
না..!!

image

হুয়াওয়ে তাদের নতুন অপারেটিং সিস্টেম Harmony OS এর Beta Version রিলিজ করতে যাচ্ছে ডিসেম্বর এর ১৮ তারিখ।

তারা তাদের দেশীয় মোবাইল কোম্পানি গুলোকে নিয়ে একটি Ecosystem তৈরি করার পরিকল্পনা করছে এবং সকল চাইনিজ লিডিং মোবাইল কোম্পানি গুলোর সাথে কাজ করার "Road Map" তৈরী করছে।

ধারণা করা যাচ্ছে চাইনিজ Mobile Company গুলো আস্তে ধীরে সবাই এই Ecosystem এ চলে যাবে এবং এটি একসময় বহুলব্যবহৃত অপারেটিং সিস্টেম হতে যাচ্ছে।

১৮ ডিসেম্বর এর পর থেকে Mobile Software Devs যারা আছেন তারা এই OS এর সকল Environment + JDK ব্যবহার করার সুযোগ পাবেন এবং নতুন নতুন App তৈরী করতে পারবেন এই নতুন অপারেটিং সিস্টেম এর জন্য।

Source : Weibo

image

image

ভদ্র মহিলা পাশের বাসায় থেকে লবন চাচ্ছিলেন!
যা তার চাকুরীজিবী ছেলে দেখে ফেললেন!
ছেলেঃ গত কালই তো লবন এনে দিয়ে ছিলাম, প্রতিবেশীর কাছে এটা চাওয়ার কি দরকার ছিলো?
মা বলছেন:- বাবা এরা প্রতিদিনই কিছু না কিছু চাইতে আসে, চাওয়ার সময় খুবই লজ্জিত হয়। এদের লজ্জা দেখে আমিও লজ্জিত হই। তাই আমি ভাবলাম এরা যাতে আর লজ্জিত না হয়!
চাওয়াটা যে একটা লজ্জার বিষয় এটা তাদের মন থেকে উঠে যাক! এবং বিপদে আপদে প্রতিবেশীর কাছে চাওয়া যে কোন লজ্জার বিষয় নয় এটা তারা বুঝুক!
এবং নির্দিধায় তাদের প্রয়োজনীয় জিনিসটা আমাদের কাছ থেকে চেয়ে নিয়ে যাক! এটা তাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর হক্ব! এজন্য তাদের কাছে লবন চাওয়ার ভান করছিলাম!
এটা শুনে সন্তান মাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো মা এ দুনিয়াতে তোমাদের মত এমন মানুষ আছে বলেই আল্লাহ পাক আমাদের এত এত গুনাহের পরও তার রহমত থেকে বঞ্চিত করেন নাই!

image

চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড় ধরা, ?

image

image

ভালবাসাটা সঠিক হলে ??
রাস্তার ফুটপাতেও ?
সুখ খুঁজে পাওয়া যাই ??

image

সলাত/নামাজ না পড়ার ক্ষেত্রে আপনার কতো অজুহাত।
কিন্তু একবারও ভেবে দেখেছেন কি?
আল্লাহর সামনে বিচারের দিন আপনার অজুহাত ঠিকবে তো?

image

image