image
AliF UddiN changed his profile picture
4 yrs

image

image
Md Nobi Hossen changed his profile picture
4 yrs

image

image
আমাদের মেসেন্জার এর সমাস্যা ঠিক করা হয়ছে।
এখন থেকে কোন সমাস্যা ছাড়া মেসেজ আদান প্রদান এবং অডিও ভিডিও কল করতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।
Jahin Sadaf Arno changed his profile picture
4 yrs

image

image

Hi guse

এন্ড্রোয়েডে যেকোনো ফাইল হাইড করুন

কেমন আছেন টেক জনগন্স? আশা করি ভালোই আছেন।

আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা একটি ট্রিক শিখতে চলেছেন যে ট্রিকটি ইউজ করে আপনি আপনার যেকোন ধরনের ফাইল হাইড করে রাখতে পারবেন তাও আবার কোন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই। অনেকে জানেন আর আজকের পোস্ট তাদের জন্য যারা জানেন না।
তো চলুন শুরু করি।

যেভাবে ফাইল হাইড করবেনঃ
সর্বপ্রথম আপনি আপনার ফাইল ম্যানেজার এ চলে যান এবং যে ফাইলটি আপনি হাইড করতে চান সে ফাইলটি সিলেক্ট করুন।
সিলেক্ট করার পর Rename নামের অপশন পাবেন, Rename এ ক্লিক করুন।
Rename এ ক্লিক করার পর ওই ফাইলের নাম যেটা আছে তার সবশেষে .x লেখাটি যোগ করার পর ওকে বাটনে ক্লিক করুন।
ওকে তে ক্লিক করার পর একটি ওয়ার্নিং আসবে সেখানে ওকে করে দিন।
ওকে করার পর দেখবেন আপনার ফাইলটি জ্যাঙ্ক ফাইলের মতো হয়ে গিয়েছে এবং ফাইলটি আর কাজ করছে না।

তো এভাবেই আপনারা আপনাদের পার্****ল ফাইল গুলো
খুব সহজেই হাইড করতে পারবেন এই ছোট্ট একটি ট্রিক এর মাধ্যমে।

হাইড করা ফাইল যেভাবে ফিরিয়ে আনবেনঃ

ফাইল টির নামের সাথে আমরা যে .x লেখা টি যোগ করেছিলেন সে এক্সটেনশনটি রিমুভ করে সেভ করে দিলেই ফাইলটি আগের অবস্থায় ফিরে আসবে।

আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।
Stay with TechBite?
#techbite_terrible_tycoons?

image