মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা!❤️

আমরা মানুষ কে 'দাম' দিতে গিয়ে নিজের 'দাম' কমাই ফেলি!

Life is going to Heal?

If anyone had left from your life? that means Allah remove him or her from your life.? Because you deserve better.✌️

So don't be upset?

আমাদের প্রত্যেকের জীবনে এমন কেউ একজন থাকে যাকে আমরা খুব করে চাই।

খুব বলতে একদম খুব বেশি।
যাকে চাওয়ার পর আর কোন চাওয়ার ইচ্ছে থাকে না।
যাকে পাওয়ার পর আর কোন পাওয়া থাকে না।

তার কাছে নিজেদের এটিটিউড, ইগো এবং ব্যক্তিত্ব পর্যন্ত বিসর্জন দিতে পিছপা হই না।
যাকে পাওয়ার আরাধনা সব জায়গায় সব মুহূর্তে ভাবনা জুড়ে মিশে থাকে।

থাকে এমন কেউ একজন।
প্রত্যেকের জীবনে,প্রত্যেকের আবেগে।
কেউ পায়,কেউবা পায় না,কেউবা আবার পেয়েও হারায়।
কেউ মূল্য বুঝে কেউবা আবার অবহেলায় অযত্নে চিনতে ভুল করে।

তুমি হচ্ছো আমার সেই একজন..?
বিশ্বাস করো প্রিয়,আমার আর কিচ্ছু চাই না,কিচ্ছু বলতে কিচ্ছুই না?

যাকে ছুঁয়ে দেখলেই উষ্ণতা বেড়ে যায়,যাকে নিয়ে ভাবলেই কাব্য রটে যায়।

কিছু কিছু মানুষ বলে "আবেগ বলতে কিচ্ছু নাই" মূলত এই কথাটা যারা বলে তারাই ঠিক আবেগের বসে এই মিথ্যাটা বলে।
আমাদের প্রত্যেকের জীবনে আবেগ আছে,ব্যপারটা এমন হতে পারে কিছু মানুষ আবেগকে কন্ট্রোল করতে পারে আর কিছু মানুষ আবেগটাকে কন্ট্রোল করতে পারে না।

আবেগ ছাড়া কোন মানুষই বেঁচে থাকতে পারে না?

"তুমি" থেকে "আপনি " ডাকটা সুন্দর! ❤️

দেহ পাশে কেউ কেঁদো না ?
গল্প গুলো রেখো অজানা ?
গান খানা থেকে খুঁজে নিও মোর সে গল্প ??

১৬ তে পা দিলে মেয়েরা ঘন ঘন শাড়ী পড়ে..
আর পরিবার কে জানান দেয় যে
তার বিয়ের বয়স হয়েছে...❣️
________হুমায়ূন আহমেদ.

অভিনন্দন
প্রিয় Rubel Ahmed Masum ভাই।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
সেভ দ্যা নেচার অব বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
দ্বীপ রাজ দাস দীপায়ন
সদস্য
সেভ দ্যা নেচার অব বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

image

Smile ?

image