আমি একটা অ্যাপ বানিয়েছি বাংলাদেশী সোশ্যাল মিডিয়া সাইট গুলা দিয়ে

অ্যাপ এটাই থাকছে: facebook, kothabook, fewvo, mevbook, FollowingBook, Talkbizz, LinkedIn & YouTube.

আশা করি সবার ভালো লাগবে।

আর কোন কোন সাইট অ্যাড করা যায় আমাকে জানাবেন,
আমি অ্যাড করে দিবো।
অ্যাপ টা কেমন হইছে একটু জানাবেন।


অ্যাপ ডাউনলোড লিংক⬇️

One click download link (telegram)
https://t.me/SuFiaNCollection/188

GDrive ডাউনলোড লিংক⬇️

https://drive.google.com/file/....d/1S1If43TNKleSR1DU2

সম্পর্কের প্লাস-মাইনাস
-------------------------------------------------
আজ রাতে যে মেয়েটি মারা যাবে তার পছন্দের
ফুল জবা। তার ক্যাবিনে অনেক গুলো জবা ফুল
সাজিয়ে রাখা হয়েছে। এই কাজটি যে করেছে তার
দুটি পরিচয় আছে। প্রথমটি হল তিনি এই
রোগীটির ডাক্তার। দ্বিতীয়টি হল এই মেয়েটি
তার স্ত্রী। গতকাল বিয়ে করেছেন।
একজন মৃত্যুপথ যাত্রিকে বিয়ে করার বিষয়টিকে
তিনি ****মি মনে করছেন না। এই মেয়েটি তার
সাথে সাতশ তেরো রাত জেগে ছিল।
ভোরের দিকে যখন সে ঘুমিয়ে যেত তখনও
মেয়েটি ফোন সেট কানে দিয়ে রেখেছে। মাঝে
মাঝে ঘুমের ভেতরে তার কথা বলার অভ্যাস;
তখন মেয়েটি ফিসফিস জবাব দেয়; ‘ভয় পেও না,
আমি আছি’।
বছর তিনেক আগে তার বাবা রোড এক্সিডেন্টে
মারা গেলেন। মেয়েটি তাকে সান্ত্বনা দিতে এসে
নিজেই কেঁদে অস্থির। একদম চোখ ফুলিয়ে, কিছু
না খেয়ে থাকল দু দিন।
কুরআন খতম দিল। শেষ রাতে ওজু করে
তাহাজ্জুদের নামজ পড়ে বলেছে ' ‘ভয় পেও না,
আমি আছি’
মেডিক্যাল হোস্টেলে থাকা অবস্থায় এই
মেয়েটি প্রতি রবিবার তার হাতের রান্না টিফিন
ফ্লাক্সে করে দিয়ে যেত।
এক্সামের আগে একটা একটা চ্যাপটার মুখস্ত
করে তাকে পড়া দিতে হত। একজন সারারাত
পড়েছে; সে ডাক্তার হবে। অন্যজন সারা রাত
জেগেছে সে কাছের মানুষটিকে সফল দেখতে চায়।
এই মেয়েটিকে সে অনেকবার কথা দিয়েছে। পকেটে
যখন টাকা ছিল না তখন দিয়েছে, রবিবার টিফিন
ফ্লাক্স হাতে পেয়ে কথা দিয়েছে। একশ চার
ডিগ্রী জ্বর নিয়ে কথা দিয়েছে;
এই মৃত্যু পথ যাত্রী মেয়েটিকে বিয়ে করার
বিষয়টিকে তিনি মোটেও ****মি মনে করছেন
না। আজ রাতে এই মেয়েটিকে বারবার বলা
দরকার , ‘ভয় পেও না, আমি আছি’
......কোন এক যুদ্ধে একজন যোদ্ধা গুলি খেয়ে
মাটিতে পরে গেল। তার পাশের সৈনিক তাকে
যখন কাঁধে নিয়ে নিরাপদ জায়গায় যাবার চেষ্টা
করছিল তখন তাদের ক্যাপ্টেন তাকে নিষেধ
করল।
''যে গুলি খেয়েছে সে এমনিতেই মারা যাবে; তাকে
বাঁচাতে গিয়ে তুমি নিজেও মারা যাবে''।
সৈনিকটি ক্যাপ্টেনের কথা না শুনে আহত
যোদ্ধাকে কাঁধে নিয়ে ছুটলেন। যুদ্ধ শেষ হল।
আহত যোদ্ধাটি একসময় মারা গেল;
ক্যাপ্টেন তাকে বলল, ''তাকে কাঁধে নিয়ে এত
রিস্ক নিয়ে কী লাভ হয়েছে? সে তো ঠিকই
মারা গেল''
সৈনিকটি জবাব দিল, ''অনেক কিছুই হয়েছে। মরে
যাবার আগে তার শেষ কথা ছিল - বন্ধু আমি
জানি তুমি ঠিকই আমার পাশে থাকবে।''
সুনীলের কেউ কথা রাখে না কবিতার ভিড়েও
কেউ কেউ ঠিকই আছে, যারা মানুষকে দেয়া কথা
গুলো রাখার সময় ক্যালকুলেটার নিয়ে প্লাস
মাইনাস হিসেব করে না। হিসেব জানা ভাল।
নাহলে বাজারের বিক্রেতা ঠকিয়ে দিবে।
সবাই বিক্রেতা না। সবাই তোমার কাছে
বাণিজ্য করতে আসে নি। কেউ দুচোখে কাপড়
বেধে অন্ধের মত ভালবাসতে এসেছে ; তার সাথে
বাণিজ্যে যেও না।
হিসেব করে ব্যবসা হয় ; ভালোবাসা না।

ঝরে যাওয়া ফুলের প্রতি এ কেমন অবজ্ঞা!
কেমন অকৃতজ্ঞতা!!
যখন বাগানের ফুল ছিলাম, পাপড়ি-মেলা তাজা ফুল, তখন তো ভালোবাসতে! অন্তত ভালোবাসার কথা বলতে!! একটু সুবাস-সান্নিধ্যের জন্য ছুটে আসতে!!!
সুবাস দিতে কার্পণ্য করেছি?!
যখন ডাল থেকে ছিঁড়ে ফুলদানিতে সাজাতে চাইলে, ব্যথা পেলাম, তবু অস্বীকার করিনি। তোমার ঘরে বসে তোমাকে সুবাস দিয়েছি। যখন শুকিয়ে গেলাম, ফুলদানি থেকেও ছুঁড়ে ফেললে! হায়রে নিষ্ঠুর!! হায়রে অকৃতজ্ঞ!!
আমি শুকনো ফুল, মাটির সঙ্গে মিশে গিয়েছি, ভাবছো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে! নাহ, এখনো পারি তোমাকে সুবাস দিতে, যদি একটু কৃতজ্ঞ থাকো। কৃতজ্ঞতা এখনো ফুল ফোটায়, গোলাব, বেলি, শিউলি, সব রকম ফুল।
বিশ্বাস হলো না! তাহলে যা বলেছি সব ভুল। দয়া করে ভুলে যাও শুকনো ফুলের ভুল।

Caramel skin, yeah, she Bengali
Body so thick like a new Bugatti
Be my new ting, you ain't got to worry
Do you dirty

image

image
Soumyadip Bhattacharjee changed his profile picture
3 yrs

image
Delaware Scalpmicropigmentation changed his profile picture
3 yrs

image
Delaware Scalpmicropigmentation changed his profile picture
3 yrs

image

আমি একটা অ্যাপ বানিয়েছি বাংলাদেশী সোশ্যাল মিডিয়া সাইট গুলা দিয়ে

অ্যাপ এটাই থাকছে: facebook, kothabook, fewvo, mevbook, FollowingBook, Talkbizz, LinkedIn & YouTube.

আশা করি সবার ভালো লাগবে।

আর কোন কোন সাইট অ্যাড করা যায় আমাকে জানাবেন,
আমি অ্যাড করে দিবো।
অ্যাপ টা কেমন হইছে একটু জানাবেন।


অ্যাপ ডাউনলোড লিংক⬇️

One click download link (telegram)
https://t.me/SuFiaNCollection/188

GDrive ডাউনলোড লিংক⬇️

https://drive.google.com/file/....d/1S1If43TNKleSR1DU2

Telegram: Contact @SuFiaNCollection
t.me

Telegram: Contact @SuFiaNCollection