সক্রিয় হয়েছে বাংলাদেশে সাইবার ক্রাইম ইউনিট। কি কি করছে দেখে নিন
বাংলাদেশ এ এর আগেও সাইবার ক্রাইম ইউনিট থাকা সত্বেও তারা সাইবারক্রাইমের প্রতি গুরুত্ব দিত না। তথ্য মন্ত্রী মোস্তফা জব্বারের নিরাপদ ইন্টারনেট এর অভিযানের পর থেকে এসব কর্মকাণ্ড শুরু হয়েছে।
তাদের কর্মকাণ্ডের সর্বপ্রথম শোনা যায় সানাইয়ের আটক। সানাইকে হয়তো সবাই চিনেন। তিনি খুব অল্প সময়ে পপুলার হয়ে গিয়েছিলেন। কারণ তার ব্রেস্ট সার্জারি করার পর তার কয়েকটি ইন্টারভিউ বিভিন্ন সোসিয়াল মিডিয়াতে ভাইরাল হয়।এবং তার একটি গান ও বের হয়।
গত কয়েকদিন আগে তা কি বাংলাদেশে সাইবার ক্রাইম ইউনিট থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যা।এবং তাকে দিয়ে ফেসবুক এ একটি লাইভ ভিডিও সম্প্রচার করা হয় এবং তিনি তাতে স্বীকারোক্তি দেন তিনি আর এরকম ভিডিও বানাবেন না।তার যত ভিডিও আছে সব ডিলিট করে। দিবে।এবং ডিলিট করতে সাইবার ক্রাইম ইউনিট থেকে তিনি সাহায্য চেয়েছেন।
যাক একজনকে ঠিক করল বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিট।তারপর তাদের পরবর্তী টার্গেট ছিল ভাদাইম্মা এবং ভাদাইমা তাদের সকল খারাপ কনটেন্ট গুলি তাহসিনেশন ভাইয়ের কর্মকাণ্ডের পর ডিলিট করে দেয়।
এবং এর পরে রয়েছে সালমান মুক্তাদির।সালমান মুক্তাদির কে তথ্য ও যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের নিরাপদ ইন্টারনেট সামনে রেখে সালমান মুক্তাদির কে জিজ্ঞাসাবাদ করছে ডিএমপি।তাকে ছাড়া হয়েচে কিনা টা এখনো জানা যায়নি।এছাড়াও,
সালমান মুক্তাদির এর একটি খারাপ ভিডিও বিভিন্ন সোসিয়াল মিডিয়া ভাইরাল হাওয়ার পর তার একটি নতুন গান অবদ্র প্রেম নামে একটি গানের শুটিং এর কিছু ক্লিপ দেই।গানটা ছিল খারাপ।তাই তিনি সাইবার ক্রাইম ইউনিট এর ভয়ে এর আগেই সালমান মুক্তাদির সেই ভিডিওটি ডিলিট করে দেয়।
এছাড়াও তাদের আরও কর্মকাণ্ড রয়েছে।যেমন ১৫৬ এর বেশি খারাপ ভিডিওর ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এবং ১৫ টির ও বেশি জুয়ার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।এছাড়াও টিকটিক বন্ধ হওয়ার কথাও শোনা যাচ্ছে।হত খুব শীগ্রই হয়ে যাবে।
যারা খারাপ ভিডিও বানায় তাদের বিরুদ্ধে সর্ব প্রথম তাহসিনেশন নামের এক ইউটিউবের সর্বপ্রথম তাদেরকে জানায়।
ভালই হয়েছে এখন আর আপনার বাচ্চারা আপনার ছোট ভাই বোন এসব কনটেন্ট এর সম্মুখীন হবে না।
এই পোষ্টটি যত পারেন শেয়ার করবেন।