প্রেম করার সময় হয়নি: পায়েল

Comments · 1145 Views

শোবিজের পরিচিত মুখ পায়েলিয়া পায়েল। টিকটকে বেশ জনপ্রিয় তিনি। বিজ্ঞাপনের পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন পায়েল। বর্তমান ব্যস্ততা এবং বিভিন্ন বিষয় নিয়ে সময় সংবাদকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। পায়েলের সাক্ষাৎকারের চুম্বক অংশটুকু তুলে ধরা হলো-

 

কেমন আছেন?

আলহামদুলিল্লাহ ভালো আছি।

 

আপনার ব্যস্ততা কী নিয়ে?

সামনে ভ্যালেন্টাইন, এই নিয়েই বেশকিছু নাটকে অভিনয় করছি। এ ছাড়া নাটক, বিজ্ঞাপনের পাশাপাশি ফটোশুট করছি।

 

আগে তো টিকটক করতেন, এখনো কি টিকটক করছেন?

সময় পেলে করি। বিশেষভাবে সময় দিয়ে এখন আর করা হয় না।

 

এ ছাড়া আর কী করছেন?

পড়াশোনা করছি, সামনে সেমিস্টার ফাইনাল। নিজেকে সময় দেওয়ার মতো সময় পাওয়া যায় না এখন আর।

 

বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হয়?

ফ্যামিলি আর ফ্রেন্ডরা আমার দুইটা ওয়ার্ল্ড। কাজ ছাড়া ফ্যামিলি আর বন্ধুদের সঙ্গেই থাকি।

 

প্রেম করছেন?

প্রেম করার সময় নেই, বয়সও হয় নাই।

 

ভবিষ্যৎ পরিকল্পনা কী?

আগে পড়াশোনা শেষ করতে হবে। তারপর মিডিয়াতে কাজ করছি, এটা কন্টিনিউ করব।

 

আপনার ফ্যানদের উদ্দেশে কিছু বলবেন?

আমি মিডিয়াতে নতুন এসেছি, কোনো ভুল করলে ধরিয়ে দেবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।

Comments