Back To Blogs | My Blogs | Create Blogs

ফারহানাও আক্রান্ত করোনায়, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি ফারুক

এবার বর্ষীয়ান অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের স্ত্রী ফারহানাও করোনা আক্রান্ত হলেন। এর আগে মেয়েসহ ফারুক করোনা পজিটিভ ছিলেন। তবে ফারহানার রিপোর্ট নেগেটিভ এসেছিল। স্বামী-সন্তানের সেবা করতে গিয়ে নিজেও আক্রান্ত হলেন করোনায়। সম্প্রতি তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এদিকে, স্বামী এখনো করোনামুক্ত হননি। এখন দুজনই একসঙ্গে ভর্তি আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে।

করোনা আক্রান্ত হওয়ার খবর ফারহানা নিজেই নিশ্চিত করেছেন। বলেন, আমার স্বাদ-ঘ্রাণ চলে যাওয়ায় করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। অন্য কোনো জটিলতা নেই। ফারুক ভালো আছেন, কিন্তু তার রিপোর্ট এখনো নেগেটিভ আসেনি। তাই আমরা দুজনেই হাসপাতালে ভর্তি আছি। আমাদের শারীরিক অবস্থা ভালো। সবাই দোয়া করবেন।

তবে এ পরিবারে সুখবর হলো, তাদের মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসির রিপোর্ট এখন নেগেটিভ। তাই তিনি বাসাতেই আছেন।

গত ১৬ নভেম্বর চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী ফারুকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার সঙ্গে লড়াই করতে করতে সুস্থবোধ করায় ২৪ নভেম্বর তিনি বাসায় ফেরেন।


Shakib All Hasan

107 Blog posts

Comments