Back To Blogs | My Blogs | Create Blogs

আলোচিত ৪৫ সেকেন্ডে, অন্তরঙ্গ দৃশ্যে স্বস্তিকা

আলোচিত সিরিজ চরিত্রহীন ৩-এর টিজার প্রকাশ করা হয়েছে। ৪৫ সেকেন্ডের টিজার জুড়ে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৌরভ দাসকে।

দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় চরিত্রহীন ৩- এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা এবং সৌরভ। এর আগে এই সিরিজে সৌরভ অভিনয় করলেও, স্বস্তিকাকে দেখা যাবে এই প্রথম।

একাধিক ঘনিষ্ঠ দৃশ্যের জন্য এর আগের ২টি সিজন চর্চার বিষয় হয়ে উঠতে সময় লাগেনি খুব বেশি। এ বার স্বস্তিকার উপস্থিতি প্রত্যাশা বাড়িয়েছে আরও কয়েক গুণ। বরাবর সাহসী দৃশ্যে সাবলীল স্বস্তিকাকে হইচই-এর এই বহুল চর্চিত সিরিজে দেখতে আগ্রহী দর্শক।


Shakib Khan

106 Blog posts

Comments