৫ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি

Comments · 1255 Views

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের চ্যাংরাবান্ধা বর্ডারের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন।

আগামী শনিবার ২৪ অক্টোবর থেকে বুধবার ২৮ অক্টোবর বুড়িমারী বন্দর দিয়ে আমদানি- রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।

আরো পড়ুনঃ চাটখিলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার

বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, হিন্দু ধর্মালম্বীদের বৃহৎ দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সি.এন্ড.এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি- রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়ে একটি চিঠি দিয়েছে।

স্থলবন্দরের উপ-পরিচালক মাহফুজুর রহমান ভুঁইয়া জানান, সরকারি ছুটির দিন আগামী ২৬ অক্টোবর ছাড়া বুড়িমারী বন্দরের অভ্যন্তরের সকল কার্যক্রম চালু থাকবে।

Comments