ইতালির সিনারকে হারিয়ে সেমিতে নাদাল

Comments · 1123 Views

ফ্রেঞ্চ ওপেনের রেকর্ড ১৩ নম্বর শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে নাদাল হারিয়েছেন ইতালির জানিক সিনারকে। ৬-১ এ সিনারকে গুড়িয়ে দিয়ে সেমিফাইনালে নাম লেখান রাফায়েল।

তিন সেটেও খেলা শেষ হলেও রাফাকে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিলেন সিনার। প্রথম সেটটা গড়িয়েছিল টাইব্রেকে। ৭-৬ এ জিতে লিড নেন স্প্যানিশ তারকা। দ্বিতীয় সেটেও ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে নাদালের অভিজ্ঞতার সামনে আর পেরে ওঠেননি সিনার। সেট হারেন ৬-৪ এ।

দুই সেটের লিড নিয়ে নির্ভার রাফা তৃতীয়টায় দাড়াতেই দেননি প্রতিপক্ষকে। ৬-১ এ গুড়িয়ে দেন সিনারকে, নাম লেখান সেমিফাইনালে। শেষ চারে ওর লড়াই আর্জেন্টিনার শোয়ার্জম্যানের সাথে। আর মাত্র দুইটা ম্যাচ জিতলেই সব চেয়ে বেশি ২০ গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেদেরারকে ছুয়ে ফেলবেন নাদাল।

Comments