ভালোবাসার কাছে পরাজিত ভয়াবহ আগুন?

Comments · 1476 Views

ভালোবাসার কাছে পরাজিত ভয়াবহ আগুন?ভালোবাসার কাছে পরাজিত ভয়াবহ আগুন?ভালোবাসার কাছে পরাজিত ভয়াবহ আগুন?

ভালোবাসার কাছে পরাজিত ভয়াবহ আগুন?
.
গর্ভবতী স্ত্রী নামতে পারে নি, তাই
স্বামী ও আর নামে নি।এক সাথে
থেকেই চলে গেলো স্থায়ী ঠিকানতে ওপারে?
ভালোবাসা হলো এটাই,তারা
প্রথমে ছিলেন পরস্পর বন্ধু।
তারপর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক,তারপর
বিয়ে?
হ্যাঁ তাদের ভালোবাসাটা যে
এতোটাই পবিত্র ছিলো,এতোটাই
স্বার্থহীন ছিলো তা বোঝানো
প্রায় অসম্ভব।
তারা শুধু চেয়েছিলো একসাথে
বেঁচে থাকতে।হ্যাঁ ভাই এটাই হল
সেই চকবাজারের অনেক মৃত মানুষের মাঝে একটি পরিবার।
...
রিফাত আর রিয়া ?
রিয়া ছিলো গর্ভবতী, আর কিছুদিন পরেই হয়তো এই
পৃথিবীতে আসতো তাদের
সন্তান? কিন্তু এই আগুন
সব কিছু পুরে ছাই করে দেওয়ার
মধ্যে দিয়েই তাদের কে ও
ছাড় দেয়নি।রিফাত চেষ্টা করলে
হয়তো নেমে আসতে পারতো,
কিন্তু সে ভেবেই নিয়েছিলো যে,
রিয়া ও তার গর্ভবস্থার সন্তানকে
ছাড়া সে ভালো থাকতে পারবে না। ক্ষনিকের সিদ্ধান্তেই সে থেকে গেলো রিয়ার পাশে।
নিজের মৃত্যুকে আপন করে নিয়েছিলো রিয়ার সাথে থেকেই।
.
অবশেষে তাদের ভালোবাসার
সমাপ্তি হলো।সমাপ্তি হলো তাদের ইহকাল, দেখতে পেলো
না পৃথিবীর আলো তাদের সন্তান।
.
বাস্তবতা মনে হয় এমনই?
সত্যিকারের ভালোবাসার
কাছে মনে হয় সবই পরাজিত
হয়? তাই তো একসাথে
বাঁচতে না পেরে মৃত্যুকেই
আপন করে নিলো রিফাত,
..
এইতো কয়দিন আগেই একবার
প্রমাণিত হয়েছিলো যে, স্ত্রীর
অপকর্ম সহ্যে করতে না পেরে
ভালোবেসেই ইহকাল কে বিদায়
জানিয়েছিলেন আমাদের ডাক্তার ভাই আকাশ?
আর গতকাল চকবাজারের
আগুনে স্ত্রীর পাশে থেকেই
মৃত্যুকে জয় করেছে রিফাত?
...
ছেলেদের ভালোবাসা এমনই
তারা তাদের ভালোবাসার জন্যে
মৃত্যুকে ও ভয় পয়না।[সবাই এক নয়]
.
আমরা দোয়া করি যেন সবাই
জান্নাত লাভ করে??
আমিন
.
___আবির?

Comments