মাফিয়া ডন ফারজানা ছবি

Comments · 1278 Views

নাট্যাভিনেত্রী হিসেবে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। এসব চরিত্রে রূপদান করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন। এবার একটি ধারাবাহিক নাটকে মাফিয়া ডন হিসেবে অভিনয় শুরু করেছেন তিনি। নাটকের নাম সংকটে সংকট। জাহিদ বাবুলের রচনায় এটি পরিচালনা করছেন তুষার খান।

এরই মধ্যে নাটকের প্রথম পর্যায়ের শুটিং শেষ হয়েছে। নাটকে ফারজানা ছবির চরিত্রের নাম গুলজান। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, অভিনয় জীবনে এই প্রথম মাফিয়া ডনের চরিত্রে অভিনয় করছি।

মেয়েটি আন্ডারওয়ার্ল্ডের ডন হিসেবেই কাজ করে; কিন্তু সেভাবে কেউই তাকে বুঝতে পারে না। আসলে নেতিবাচক চরিত্রে অভিনয় করা মোটেও সহজ কাজ নয়। এখানে নানা ধরনের ভ্যারিয়েশন আছে।

তবে শুরুর দিকে কিছুটা অস্পষ্টতা থাকলেও পরে আর বুঝতে সমস্যা হয়নি। আশা করছি, নাটকটিতে আমার এ নবরূপকে দর্শক উৎসাহিত করবেন। এদিকে দীর্ঘ বিরতি কাটিয়ে এখন নিয়মিত অভিনয় করছেন এ অভিনেত্রী। মুজিবুল হক খোকনের পরিচালনায় আরশীনগর এবং কায়সার আহমেদের গোলমাল নাটকেও কাজ করছেন এখন। এছাড়া নতুন একাধিক ধারাবাহিক নাটকে অভিনয়ের কথা চলছে তার।

Comments
Scarlett Angel 2 yrs

?