ফ্রি হিটের মতোই ‘ফ্রি বল’ দাবি

Comments · 1157 Views

ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি টুইট বার্তায় বলেছেন, ক্রিকেট মাঠে বোলাররা ব্যাটসম্যানদের কাছে তুলোধুনো হবে সেটা দেখতেই মাঠে যান দর্শকরা।


আইপিএলের গত আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্ব করা অশ্বিন বলেছেন, আসুন আমরা বোলারের জন্য একটি ফ্রি বল দেয়ার প্রস্তাব করি। ব্যাটসম্যানরা যদি সেই বলটিতে আউট হয় তাহলে ব্যাটিং দলের পাঁচ রান কমে যাবে। এখন বোলাররা বিধ্বস্ত হবে- এই আশায় সবাই খেলা দেখতে মাঠে যায়।

আইপিএলের গত আসরে রবিচন্দ্রন অশ্বিন রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় সময় মানকাড আউট করেছিলেন। তার সেই আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। আইপিএলের এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন অশ্বিন। ভারতীয় এই তারকা ক্রিকেটার প্রসঙ্গে দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং সম্প্রতি জানিয়েছেন, মানকাড আউট নিয়ে অশ্বিনের সঙ্গে আমি কথা বলব।

Comments