Back To Blogs | My Blogs | Create Blogs

ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ও এপ্রিলে আইপিএল : গাঙ্গুলী

আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলকে আথিয়েতা দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর আগামী বছরের এপ্রিলে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০র চতুর্থদশ আসর। শনিবার ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানান বিসিসিআইর সভাপতি ও দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

এছাড়া আগামী ঘরোয়া মৌসুম নিয়ে বিসিসিআই ইতোমধ্যেই পরিকল্পনা করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন গাঙ্গুলী। তিনি বলেছেন, আগামী ১৯ নভেম্বর থেকে সৈয়দ মুশতাক আলী ট্রফি এবং ১৩ ডিসেম্বর থেকে রঞ্জি ট্রফি শুরু করার পরিকল্পনা করেছে বিসিসিআই।

তবে ঘরোয়া ক্রিকেট শুরুর জন্য সরকারের সবুজ সংকেতের প্রয়োজন। সেই চেষ্টাই করছে বিসিসিআই। এমনটাও নিশ্চিত করেছেন গাঙ্গুলী।

সম্প্রতি বোর্ডের সদস্য ও বিভিন্ন রাজ্য সমিতির সভাপতি এবং সচিবদের চিঠিতে গাঙ্গুলী লিখেছেন, এ বছরের ডিসেম্বরে পুরুষদের ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফর করবে। অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে কোহলির দল। এরপরই হবে আইপিএলের চর্তুদশ আসর।

ঘরোয়া ক্রিকেট নিয়ে গাঙ্গুলী বলেন, সরকারের অনুমতি পেলে ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হবে। এটি নিশ্চিত করার জন্য বিসিসিআই সর্বাত্মক চেষ্টা করছে। খেলোয়াড়দের স্বাস্থ্য-সুরক্ষা এবং ঘরোয়া ক্রিকেটে জড়িতরা বিসিসিআইর কাছে অনেক গুরুত্বপূর্ন।


Shakib All Hasan

107 Blog posts

Comments