আজ শোকের দিন। আজ আমাদের নায়করাজ রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিন। তিনি আমাদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন। তাকে হারিয়ে আমাদের চলচ্চিত্র আজ হয়ে আছে অভিভাবক শূন্য। শুরু থেকে যে মানুষটির হাত ধরে বাংলা সিনেমা সমৃদ্ধি পেয়েছে, তিনি হলেন নায়করাজ রাজ্জাক। নায়করাজ রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিনে ফেসবুকে এমন কথা লিখেই ঢাকাই ছবির রাজাকে সরণ করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খান।
শাকিব খানের এই লেখার সূত্রধরেই যোগাযোগ করা হয় তার সঙ্গে। জানতে চাওয়া হয় চলচ্চিত্রের এ দুর্দিনে নায়করাজের প্রয়োজনটা কতটা উপলব্ধি করছেন তিনি। সমকাল অনলাইনকে শাকিব খান বলেন, বাবা না থাকলে সন্তানের যেমন লাগে আমারও তেমন লাগছে। তিনি বেঁচে থাকলে আমাদের চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির হয়তো অন্য রকম হতো। হয়তো এতো ঝামেলাই থাকতো না। তিনি ছিলেন আমাদের শক্তি। দূর্দিনে তার ছায়া থাকলে নতুনভাবে পথ চলতে পারতাম।সাহস নিয়ে এগিয়ে বাংলা চলচ্চিত্রকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারতাম।
২০১৭ সালের এই দিনে তিনি দেশের চলচ্চিত্র অঙ্গনে বড় এক শূন্যতা তৈরি করে চিরবিদায় নেন নায়করাজ রাজ্জাক। চলচ্চিত্রে যাদের অবস্থান তৈরি হয়েছিল মেধা, মনন ও শ্রমে, নায়করাজ ছিলেন তাদের মধ্যে শীর্ষস্থানীয়। তার অনবদ্য অভিনয় হৃদয় কেড়েছে দেশ-বিদেশের নানা বয়সী দর্শকের।
তার মৃত্যুবার্ষিকী শাকিব খান লেখেন, যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই তিনি আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। ইন্ডাস্ট্রির এই খারাপ সময়ে পদে পদে আপনার বড় অভাব অনুভব করি। অফস্ক্রিনে আপনি ছিলেন আমার মাথার ওপরে বিশাল আকাশ। আমাকে ছায়া দিতেন, আগলে রাখতেন, ভালোবাসা দিতেন, পরামর্শ দিতেন। অন্তরের গভীরে আমাকে রাখতেন। অনেকদিন দেখা না হলেও কি করে যেন আপনি বুঝে যেতেন কীসের মধ্যে আছি! আপনাকে হারানো নিজের অভিভাবক হারানোর মতো বেদনা মনে হয়। আমি বিশ্বাস করি, আপনি দৃশ্যমান না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। এজন্য আপনি আমার সকল ভালো কাজের অনুপ্রেরণা। সবসময় মন থেকে আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।