১ আগস্ট ঈদ ধরে নিয়ে বোনাস পাবেন সরকারি কর্মচারীরা

Comments · 1151 Views

আসন্ন ঈদুল আজহা কবে হবে, তা ঠিক হয়নি এখনো। এটা নির্ভর করবে চাঁদ ওঠার ওপর। তবে ঈদ আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে, এটা ধরে নিয়ে উৎসব ভাতা বা বোনাস পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। এতে তাঁদের বোনাস কিছুটা বাড়বে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল মঙ্গলবার হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়কে এই মতামত জানিয়ে দিয়েছে। সিজিএ কার্যালয় গত ৫ জুলাই অর্থ বিভাগের কাছে এ বিষয়ে মতামত জানতে চেয়েছিল। অর্থ বিভাগ তাদের মতামত দিয়েছে।

সিজিএ কার্যালয়ের চিঠির পর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম অর্থসচিবকে এক আবেদনে জানান, যদি চাঁদ দেখার কারণে ঈদুল আজহার তারিখ এগিয়ে বা পিছিয়ে যায়, তার পরও মহামারি করোনার এই নাকাল অবস্থায় নতুন মূল বেতন অনুযায়ী বোনাস এই সময়ের প্রাণের দাবি।

অর্থ বিভাগের মতামতের পর সরকারি কর্মচারীদের বোনাস একটু বাড়বে। এক দিন আগে অর্থাৎ ৩১ জুলাই ঈদ হলে তাঁদের বোনাস একটু কম হতো। কারণ, জুলাইয়ে ঈদ হলে জুন মাসের মূল বেতনের ভিত্তিতে সবাই বোনাস পেতেন। আর আগস্টে ঈদ হবে ধরে নেওয়ায়, এখন বোনাস পাবেন জুলাইয়ের ভিত্তিতে। বিদ্যমান বেতন-কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের ১ জুলাই থেকে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাঁচ বছর ধরেই কার্যকর হয়ে আসছে।

সিজিএ কার্যালয় ১ আগস্ট ঈদ ধরে এবং জুলাই মাসের ইনক্রিমেন্টের হিসাবসহ সরকারি চাকরিজীবীদের ঈদুল আজহার বোনাস দিতে চায় বলে নিজের মতামত জানিয়েছিল অর্থ বিভাগকে। এখন অর্থ বিভাগও এতে রাজি। সিজিএ কার্যালয় এ-ও বলেছিল, ঈদ ৩১ জুলাই হয়ে গেলে প্রয়োজনে পরের মাসের বেতন বা পেনশন থেকে বাড়তি নিয়ে যাওয়া অর্থ সমন্বয় করা হবে।

Comments