পেসারদের নিয়ে গিবসনের বৈঠক

Comments · 1232 Views

করোনাকালে খেলা না থাকলেও ভিডিও কনফারেন্সে সক্রিয় জাতীয় দলের বিদেশি কোচরা। আজ রাতে পেসারদের নিয়ে ভিডিও কনফারেন্স করেছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন।

বৈঠকে পেসারদের ফিটনেস ধরে রাখার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন বোলিং কোচ। করোনার কারণে খেলা বন্ধ চার মাস। এখনই ধৈর্য না হারিয়ে সবাইকে প্রক্রিয়া মেনে চলতে বলেছেন গিবসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পেসার বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। তাই ফিটনেস ধরে রাখার বিষয়টি বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে। বোলিং করার সুযোগ তো নেই। যাদের আছে তাদের কিছু কাজ দেওয়া হচ্ছে।

কয়েক দিন আগে ব্যাটসম্যানদের নিয়ে অনলাইনে বৈঠক করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুকও ছিলেন বৈঠকে।

Comments