পেনাল্টি থেকে মুড়ি–মুড়কির মতো গোল করছেন রামোস

Comments · 1344 Views

লা লিগার খেলা দেখাচ্ছে ফেসবুকে। আজ অ্যাথলেটিক বিলবাওরিয়াল মাদ্রিদ ম্যাচে ৭০ মিনিটের পর থেকে মন্তব্যের ঘরে ভীষণ রসিকতা চলছিল। সেটি রিয়ালের পেনাল্টি পাওয়া নিয়ে। রেফারির পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ নিয়ে রিয়ালবার্সা সমর্থকদের মধ্যে যেমন হয়ে থাকে আর কি! সঙ্গে যোগ করুন শেষ পাঁচ ম্যাচের তিনটিতে রিয়ালের পেনাল্টিপ্রাপ্তি। তাতে অনেকের - বিশেষ করে বার্সেলোনা সমর্থকদের - ভ্রু কুঁচকে গেলেও শিরোপা দৌড়ে কিচ্ছু আসে যায়নি জিনেদিন জিদানের শিষ্যদের। বিলবাওকে ১০ গোলে হারিয়ে লিগ শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল গেল রিয়াল।

মাদ্রিদের ক্লাবটির পেনাল্টি পাওয়া মানে স্পটকিক থেকে শট কে নিতে পারেন তা মোটামুটি সবার জানা। কে আবার, সার্জিও রামোস! বিলবাও গোলরক্ষক উনাই সিমন শুরুতে একটু নড়াচড়া করে চমকে দিতে চেয়েছিলেন রামোসকে। কিন্তু রিয়াল অধিনায়ক ঠান্ডা মাথায় বল চালান করে দেন জালে। তার আগে বিলবাওয়ের বক্সে মার্সেলোকে ফাউল করেন স্বাগতিকদের ডিফেন্ডার ড্যানি গার্সিয়া। বল দখল করতে গিয়ে ব্রাজিলিয়ান তারকার পা মাড়িয়ে দিয়ে তাঁকে ফেলে দেন গার্সিয়া। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৭৩ মিনিটে রামোসের ওই গোলটিই শেষ পর্যন্ত হয়ে যায় জয়সূচক।
গেতাফের বিপক্ষে আগের ম্যাচেও পেনাল্টি থেকে গোল করেছিলেন রামোস। রিয়াল কোচ জিনেদিন জিদান তখন জানিয়েছিলেন, পেনাল্টি থেকে গোল করতে পছন্দ করেন রামোস। তা কতটা, প্রমাণ দিচ্ছে পরিসংখ্যান। দেশের জার্সি ও রিয়ালের হয়ে এ নিয়ে টানা ২২টি পেনাল্টি থেকে গোল করলেন স্প্যানিশ তারকা। করোনাভাইরাস মহামারির মধ্যে স্থগিত হওয়া লিগ পুনরায় মাঠে ফেরার পর এ নিয়ে ৭ ম্যাচে ৫ গোল করলেন রামোস। শুধু কী তাই, লা লিগায় ১৯৯৩৯৪ মৌসুমের পর প্রথম সেন্টারব্যাক হিসেবে ন্যূনতম ১০ গোলের দেখা পেলেন রামোস। এর আগে তা করেছিলেন রিয়ালেরই সাবেক অধিনায়ক ফার্নান্দো হিয়েরো।
প্রথমার্ধে রিয়ালকে ভালোই আটকে রেখেছিল বিলবাও। ৪৭ মিনিটে বক্সে করিম বেনজেমার পাস থেকে গোলের সত্যিকার সুযোগ পেয়েছিলেন লুকা মদরিচ। কাজে লাগাতে পারেননি। বেনজেমাও সুযোগ পেয়েছিলেন গোলের। রিয়াল এ ম্যাচে পয়েন্ট হারাবে, যখন এ শঙ্কাটা সমর্থকদের মনে মোটামুটি প্রতিষ্ঠিত হতে চলেছে তখনই পেনাল্টিটা পেয়ে যায় জিদানের দল।
আক্রমণভাগে দীর্ঘ ৪২০ দিন পর মার্কো এসেনসিওকে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে নামিয়ে চমকে দিয়েছিলেন রিয়ালের এ কোচ। চোটের কারণে মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকা স্প্যানিশ তারকা মন্দ খেলেননি। শুধু তাই নয়, রিয়াল গোল পাওয়ার আগ পর্যন্ত কোনো বদলি নামাননি জিদান। গোলের পর দুই উইং থেকে রদ্রিগো ও এসেনসিওকে তুলে মাঠে নামিয়েছেন ভিনিসিয়ুস ও লুকাস ভাসকেজকে।
এ জয়ে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল রিয়াল। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। আজ রাত বাংলাদেশ সময় ২টায় মাঠে নামবে তারা। ভিয়ারিয়ালের বিপক্ষে সে ম্যাচে বার্সা জিতলেও তাদের সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকবে রিয়াল। লিগে আজকের পর বার্সা-রিয়ালের ম্যাচ বাকি থাকবে আর ৪টি।

Comments