অভিমানে ফোটেনি ফুল। ঝরে গেছে যে অকালে। তিনি সুশান্ত সিং রাজপুত। গত ১৪ জুন উপমহাদেশের বিনোদন দুনিয়াকে স্তম্ভিত করে কারও দিকে অভিযোগের আঙুল না তুলেই নীরবে, নিভৃতে চলে গেলেন বলিউড অভিনেতা সুশান্ত। এক বুক হতাশা আর বিষণ্নতা নিয়ে চলে যাওয়ার আগে কোনো চিরকুট লেখেননি। শোকে স্তব্ধ বলিউডে সুশান্তের মৃত্যু নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সুশান্তের মৃত্যু নিয়ে নানামুখী গবেষণা। একে একে মুখ খুলছেন নেপোটিজমের শিকার অভিনয়শিল্পী ও পরিচালকেরা। আর এই ঝড়ে সবচেয়ে বেশি বিদ্ধ হলেন পরিচালক-প্রযোজক করণ জোহর।
বিশ্লেষণ চলছে নানাভাবে, নানান হিসেবে। শুরু থেকে, বিশেষ করে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে কটাক্ষ করা হয়েছে করণ জোহরকে। রীতিমতো আন্দোলন! করণের সিনেমা বয়কট করতে হবে। এর মধ্যে সুশান্তের এক ভক্ত করণ জোহরের কফি উইথ করণ দেখে তার চুলচেরা বিশ্লেষণ করলেন। সেখানেই তিনি দেখিয়ে দিলেন, করণ কীভাবে সুশান্তকে অপমান করেছেন।
এমন ঘটনা আরও আছে। আরেকটি পর্বে সুশান্তকে নিয়ে কৌতুক করেছিলেন করণ, পরোক্ষভাবে। অন্য শিল্পীর আশ্রয়ে। সোনম কাপুরকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, সুশান্ত সিং রাজপুতকে রেটিং দাও। হট অর নট। তখন সোনম উত্তর দিয়েছিলেন, কে সুশান্ত? আমি চিনি না। আর আমি ওর কোনো সিনেমাই দেখিনি। করণ পরিণীতি চোপড়াকেও এই একই প্রশ্ন করেছিলেন। অর্জুন কাপুর, সুশান্ত সিং রাজপুত, রণবীর সিং আর শহীদ কাপুরের মধ্যে সহ-অভিনেতা হিসেবে কাকে পছন্দ? পরিণীতি চোপড়া উত্তর দিয়েছিলেন, সুশান্ত বাদে সবাই হট। বলাই বাহুল্য, এই পরিণীতি সুশান্তের মৃত্যুর পরে টুইট করে লিখেছিলেন, সুশ, তোমাকে আমি খুব মিস করব বন্ধু। সুশান্তকে কফি উইথ করণে এসে চিনতেও পারেননি আলিয়া ভাট। এমনকি বলেন, কে সুশান্ত? আমি তো চিনি না।এসব ভিডিও নিয়ে বিশ্লেষণ চলছে। রণদীপ সরকার বলেন, আমি বলার ভাষা হারিয়েছি। তাঁরা সুশান্তকে এতটা ঘৃণা করতেন? এখন মনে হয়, কঙ্গনা সত্যি কথাই বলেছিলেন।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুর খবরে শোকাহত করণ জোহর সরাসরি নিজেকে দোষারোপ করেছিলেন। মৃত্যুর খবরের ধাক্কা খানিকটা সামলে উঠেই সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লেখেন, গত বছর তোমার সঙ্গে যোগাযোগ না রাখার জন্য অনুতপ্ত আমি। কখনো কখনো মনে হয়েছিল, তুমি তোমার জীবন নিয়ে বলতে চাও কাউকে, কিন্তু কোনো দিনই সেই অনুভূতি ভাগ করে নিতে পারিনি। আর কোনোদিন এই ভুল করব না।
করণের এই উদার মন্তব্যও ভিন্ন চোখে দেখছেন কেউ কেউ। এই পোস্ট নিয়েও কেউ প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, কেন নিজে থেকে এই অপরাধবোধের প্রসঙ্গ তুললেন পরিচালক। তাহলে কি সবার চোখের আড়ালে থেকে গেছে কোনো অজানা অপ্রিয় সত্য?
এ ঘটনার জেরে করণ জোহরকে আনফলো করতে শুরু করেছেন নেটিজেনরা। ইতিমধ্যে করণ জোহরের ২৫ লাখ ভক্ত ঝরে গেছে। এখন আছে ১ কোটি ৭০ লাখ।