মতলবে আরও ৩ জন কোভিডে আক্রান্ত

Comments · 1084 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে তিনজন কোভিডে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন আরও ছয়জন। আজ রোববার ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে এ উপজেলায় মোট ১১১ জন কোভিডে আক্রান্ত হলেন। সুস্থ হয়েছেন ৪০ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব কিশোর বণিক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রাজিব কিশোর বণিক বলেন, আজ উপজেলায় আরও তিনজন করোনাভাইরাসে শনাক্ত হলেন। তাঁরা হলেন উপজেলার কলাদী এলাকার এক গৃহবধূ (২৫), ডিঙ্গাভাঙা এলাকার এক বৃদ্ধা (৬০) ও নন্দীখোলা এলাকার এক কৃষক (৫০)। এ নিয়ে এ উপজেলায় মোট ১১১ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। নতুন করে সংক্রমিত ওই ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন) রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি লকডাউন করা হয়েছে।

Comments