আলিয়ার অনুপ্রেরণা সুস্মিতা

Comments · 1263 Views

এ যুগে ধীরে ধীরে ওয়েব সিরিজের দিকে জনপ্রিয়তার পাল্লা ভারী হচ্ছে। তবে একাধিক বলিউড তারকা মোটেও ডিজিটাল দুনিয়ায় আসতে চান না। তবে এ ব্যাপারে ব্যতিক্রম আলিয়া ভাট। ২৭ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী ডিজিটাল দুনিয়ায় পা রাখতে রীতিমতো প্রস্তুত। আর এ ব্যাপারে তাঁকে প্রেরণা জুগিয়েছেন সুস্মিতা সেন।

সম্প্রতি সড়ক টু ছবির ভার্চ্যুয়াল সাংবাদিক সম্মেলনে ওয়েব সিরিজের কথা উঠে আসে। আর এ প্রসঙ্গের শুরুতেই আলিয়া বলিউড অভিনেত্রী তথা সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের নাম নেন। সুস্মিতা দীর্ঘদিন পর আরিয়া ওয়েব সিরিজের মাধ্যমে আবার অভিনয়ের আঙিনায় ফিরলেন। এখন সবার মুখে সুস্মিতার জয়গান। আলিয়াও আরিয়া-তে মুগ্ধ। আলিয়া সুস্মিতা সেন অভিনীত আরিয়া দেখে রীতিমতো উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে তিনি বলেন, আরিয়া ওয়েব সিরিজটি আমার দুর্দান্ত লেগেছে। সুস্মিতা সেন আরিয়া চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। শক্তিশালী এই নারী চরিত্র আমাকে দারুণভাবে উদ্বুদ্ধ করেছে।

আলিয়া ডিজিটাল দুনিয়ার জন্য আদৌ প্রস্তুত কি না, এ প্রশ্নের উত্তরে বলেন, যদি আরিয়ার মতো ভালো চরিত্র পাই, আমার প্রতিভা মেলে ধরার সুযোগ পাই, তাহলে ওয়েব সিরিজ করার জন্য আমি প্রস্তুত। এই বলিউড অভিনেত্রী আরও বলেন, আমি গোয়েন্দা রহস্য, তদন্তমূলক সিরিজে কাজ করতে ইচ্ছুক।

আলিয়াকে প্রথম তাঁর বাবা মহেশ ভাটের ছবিতে দেখা যাবে। বাবার পরিচালনায় সড়ক টু ছবিতে অভিনয় করেছেন আলিয়া। এ ছবির মাধ্যমে তাঁর বাবার সঙ্গে কাজ করার ইচ্ছা পূরণ হতে চলেছে। সড়ক টু ছবিতে আলিয়া ছাড়া সঞ্জয় দত্ত, পূজা ভাট ও আদিত্য রায় কাপুর আছেন। ডিজনি প্লাস হটস্টারে সড়ক টু শিগগিরই মুক্তি পেতে চলেছে।

Comments