Back To Blogs | My Blogs | Create Blogs

আজ ঘরে বসে গান শোনাবেন পূজা

ভাইরাসের ভয়ে তিন মাস ঘরবন্দী ছিলেন তরুণ কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। কিন্তু আর কত দিন! সম্প্রতি ঈদের অনুষ্ঠানের শুটিং করতে ভয়ে ভয়ে ঘর থেকে বের হয়েছেন তিনি। অর্থাৎ ঈদুল আজহায় তাঁকে পাওয়া যাবে টিভি পর্দায়।

তিন মাস ঘরে থেকে কীভাবে সময় পার করলেন তিনি? পূজা জানালেন, ইউটিউব দেখে নানা রকম মিষ্টি খাবার রান্না করা শিখেছেন। সেসবের মধ্যে ছিল জিলাপি, গোলাপ জামুন। এ ছাড়া জীবনে প্রথমবারের মতো বিরিয়ানিও রান্না করেছেন তিনি। মিসির আলী ও হিমু সিরিজের বই পড়ে, রান্না ও মাবাবার সঙ্গে সময় কাটিয়েছেন চমৎকার। কিন্তু বাড়িতে আর বেশিদিন কাটাতে চাননি তিনি। স্বাস্থ্যবিধি মেনে টেলিভিশন স্টুডিওতে গিয়ে বসেছেন। তিনি বলেন, ভয়ে ভয়ে ঘর থেকে বের হয়েছি। কত দিন ঘরে আটকে থাকা যায়! যদিও বাড়িতে সময়গুলো দারুণ কেটেছে।

গানের শিল্পী পূজাকে ঈদে পাওয়া যাবে একটি টক শোতে। তবে ঘরে বসে আজ তিনি গান শোনাবেন প্রথম আলোর ফেসবুক পেজে। প্রথম আলোর করোনাকালের আয়োজন ঘরে বসে শোনাব গান অনুষ্ঠানে রাত ১০টা ৩০ মিনিটে গাইবেন তিনি। প্রথম আলোর ফেসবুক লাইভে উপভোগ করা যাবে তাঁর গান।

করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ঘরে বসে শোনাব গান। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশী শিল্পীরা। পূজা আজ শোনাবেন মনে করো যদি সব ছেড়ে, এই মেঘলা দিনে একলা, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি এবং শোয়েবের সঙ্গে দ্বৈতকণ্ঠে গাওয়া অপেক্ষার পর গানগুলো। তিনি বলেন, খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি নিজের একটা গান গাইলাম। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

ঘরে বসে শোনাব গান অনুষ্ঠানে ইতিমধ্যে গান করেছেন শিল্পী তানভির আলম সজীব, রাহুল আনন্দ, প্রিয়াঙ্কা গোপ, কনক আদিত্য, ইমরান, কোনাল, পিন্টু ঘোষ, পুলক, পারভেজ, ঐশী, কিশোর, দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, অদিতি মহসিন, বেলাল খান, সাব্বির, রন্টি দাস, হায়দার হোসেন, ডিরকস্টার শুভ, হৈমন্তী রক্ষিত দাশ, ইউসুফ আহমেদ খান, আনুশেহ আনাদিল, ফিডব্যাক, দুই ভাই হৃদয় ও প্রত্যয় খান, সমরজিৎ রায়, মেহরাব, ইউসুফ, শান, তপন চৌধুরী, ওয়ারদা আশরাফ, মুহিন খান, লাবিক কামাল গৌরব, অনিমা রায়, রাজীব, রাকিবা ইসলাম ঐশি, অপু আমান, স্বরলিপি, আশিকুজ্জামান টুলু, রোদিয়া, আশিক, মেহেদী হাসান, সন্দীপন ও অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুক লাইভের পর এ অনুষ্ঠান দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।


Akash Ahmed  

124 Blog posts

Comments