আসসালামু আলাইকুম
.
.
আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তায়ালার রহমতে।
.
.
আমরা তো সবাই না বেশীরভাগ মানুষই এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি।নানান রকমের নতুন নতুন Apps ডাউনলোড করি।একটুখানি MB বাঁচাতে গিয়ে অনেকেই Lite Apps গুলি ডাউনলোড করেন।কিন্তু আমরা কি জানি Lite Apps কতটা উপকারী এবং অপকারী আমাদের জন্য.!!
Original Apps ছেড়ে কেন-ই বা আমরা Lite Apps এর পিছনে ঘুরে বেড়াই।আসুন জেনে নেয়।
Lite vs Original Apps
প্রথমেই শুরু করবো Lite Apps এর উপকারীতা সম্পর্কে
★ Lite Apps ব্যবহারে মোবাইলের র্যাম কম খরচ হয় (সেটা Apps এর সাইজের উপর এবং কি ধরণের Apps তার উপর নির্ভর করে)।
★ ব্যাটারীর চার্জ কম খরচ করে।
★ Original Apps থেকে আকারে বা সাইজে অনেক ছোট হয়।
★ Lite Apps ব্যবহারে মোবাইলে ল্যাগ করে না।
.
.
.
এখন জেনে নেয় Lite Apps এর অপকারী দিকগুলো সম্পর্কে
★ Lite Apps এ গুলো সাইজে কম হলেও মাঝে মাঝে Original Apps এর থেকেও অনেক বেশী র্যাম খরচ করে।
★ ভিতরে ফিচার অনেক কম থাকে।
★ চার্জ কম খরচ করলেও Lite Apps ব্যবহারে মোবাইল গরম হওয়ার সম্ভাবনা বেশী থাকে।
★ কার্যক্ষমতা একটু কম।
.
.
.
.
অনেক হলোএবার Original Apps এর উপকারী দিক দেখা যাক
★ সকল ফিচার সাপোর্ট করে।
★ ব্যাটারীর চার্জ বেশী খরচ করলেও মোবাইল গরম হওয়া থেকে রক্ষা করে।সেটা কিভাবে.!!
ছবিটাই দেখুন আমি Lite Apps এ কি বলেছিলাম।আসুন এখন ব্যাখ্যা দেয়।বড় বড় মোবাইল তৈরী কোম্পানিগুলো উন্নতমানের মোবাইল তৈরী করছে কিন্তু একটাই সমস্যা মোবাইল ১-২ ঘন্টা ব্যবহার করলেই গরম হয়ে যায়।এই সমস্যার সমাধান মোবাইল কোম্পানিগুলো করতে পারেনি।Play Store এ Google.com কোম্পানির GMail,,Keyboard,,Youtube ইত্যাদি এপসগুলো ব্যবহার করলে কিছুদিন পর আপডেট চাই।আর এই আপডেট চাওয়ার কারণ কিছু নতুন ফিচার যোগ করে এপসটি আপনাকে দেওয়া।Facebook LLC কোম্পানির Facebook,,Messenger এর ক্ষেত্রের ঠিক তাই।
Parallel Space (Original) এপসে আপনি অনেক ফিচার ব্যবহার করতে পারবেন বা পারেন।কিন্তু
Parallel Space Lite এ ততটা ফিচার ব্যবহার করা যায় না।আমি ব্যবহার করেই কথাটা বলছি।
Facebook (Original) এপসটা একটু স্লো হতে পারে।অথবা সাইজও অনেক বেশী হতে পারে ৫৬ এম্বি।তবে এর ফিচার সমূহ খুবই ভালো।অন্যদিকে
Facebook Lite মাত্র ১.৪ এম্বির একটা এপস।আরজিনালের থেকেও দ্রুত কাজ করে।তবে ফিচার অথবা ডিজাইন একটু হলেও তফাত আছেই।
Messenger (Original) এপসটা আমার কাছে অনেক ভালো লেগেছে।বিশেষ করে এর নতুন আপডেট Version টা।কিন্তু
Messenger Lite এপসটা খুবই স্লো,,ফিচার বলতে অনেকটাই কম।র্যাম ততটাই ব্যবহার করে যতটা আরজিনাল এপস ব্যবহার করে।তবে সাইজ অনেক কম মাত্র ৭.৪ এম্বি।
.
.
শেষ কথাঃ- হ্যাঁ,, লাইট এপস ব্যবহার করা ঠিক তবে সব এপস নয়।কারণ আমরা মোবাইল ব্যবহার করি দ্রুত গতির জন্য।সেই দ্রুত গতি কখনই লাইট এপস দ্বারা পূরণ হয় না।কিছু আরজিনাল এপস দিয়েও পূরণ করা যায়।