চুমু খেওনা'—মালিঙ্গাকে মনে করিয়ে দিলেন টেন্ডুলকার

Comments · 1342 Views

বলে লালা মাখানো নিষিদ্ধ। তাই চুমু খাওয়ায় হবে না মালিঙ্গার
করোনা এসে বদলে দিয়েছে ক্রিকেটের নিয়মকানুন। খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে লালা মাখানো। তাতে পেসারদের হয়েছে বিপদ। বল চকচকে রেখে সুইং করানোর কাজটা যে কঠিন হয়ে পড়বে এতে। সবচেয়ে বেশি কঠিন হবে সম্ভবত লাসিথ মালিঙ্গার কাজ। বলে তো শুধু লালাই মাখান না শ্রীলঙ্কান ফাস্ট বোলার, প্রতিবার বল করার আগে বলটাকে চুমু খাওয়ায় যে তাঁর অভ্যাস। আর করোনার এই সময়ে বলে চুমু খাওয়াটা যে চরম অস্বাস্থ্যকর কাজ।

মালিঙ্গার এই অভ্যাস যে বদলে ফেলতে হবে তা সবার আগে মনে করিয়ে দিলেন শচীন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তি কাল রাতে মজার এক টুইট করেছেন। মালিঙ্গাকে যে চিরাচরিত রানআপ বদলে ফেলতে হবে টুইট বার্তায় সেটিই মনে করিয়ে দিলেন।

টেন্ডুলকার লিখেছেন, 'আইসিসির নতুন আইনের কারণে কোনো একজনকে তো রানআপ অভ্যাস বদলে ফেলতে হবে! মালি (মালিঙ্গা) কী বলে?' কী অভ্যাস বদলাতে হবে টুইটে ছবি সংযুক্ত করে সেটিও মনে করে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক। রানআপের শুরুতে বলে চুমু খাচ্ছেন মালিঙ্গা এমন ছবিই দিয়েছেন টেন্ডুলকার।

বলটাকে চুমু খাওয়ার সময় যেন কিছু বলেও দেন মালিঙ্গা। নইলে কীভাবে তাঁর কথা শুনে সুইং করে ব্যাটসম্যানদের জীবন অতিষ্ঠ করে তোলে। এমন রানআপ নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪৬ উইকেট পেয়েছেন মালিঙ্গা। সেই অভ্যাসই এখন বদলে ফেলতে হবে।

Comments