বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার জন্য অনেকেই সালমান খানকে দোষী সাব্যস্ত করছেন। বলা হচ্ছে সালমানের প্রভাবের কারণে বলিউডে কাজের ক্ষেত্রে পিছিয়ে ছিলেন সুশান্ত। অনেক ক্ষেত্রে কাজ থেকেও বাদ পড়েছেন।
এ নিয়ে বিহারের মজফফরপুরের একটি আদালতে মামলাও করেছেন আইনজীবী সুধীর কুমার। মামলায় অভিযুক্ত হিসেবে করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুরদের পাশাপাশি সালমানের নামও আসামির তালিকায় রয়েছে।
এদিকে সুশান্তের ভক্তরাও তার জন্ম শহর পাটনায় সালমানের বিইং হিউম্যান স্টোরের সামনে বিক্ষোভ করেছেন। সালমানের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে মুম্বাইয়ে বান্দ্রায় তার বাসভবনের সামনেও। এদিকে সালমানের ভক্তরাও সুশান্তের ভক্তদের ওপর বেশ ক্ষেপেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রিয় নায়কের পক্ষে বিবৃতি দিচ্ছেন, অন্যদিকে সুশান্তের ভক্তরা সেগুলোর প্রতিউত্তরে সালমানকেই খুনি সাব্যস্ত করছেন।
স্বভাবতই এসব কিছু নিয়ে বেশ বিব্রত বলিউড ভাইজান। এতদিন চুপ থাকলেও অবশেষে সুশান্তের মৃত্যুর এক সপ্তাহ পর মুখ খুলেছেন সালমান খান। টুইটারে এক বার্তায় তিনি লিখেছেন আমার ভক্তদের কাছে অনুরোধ, সুশান্তের ভক্তদের পাশে থাকুন। ওদের কথায় কিছু মনে করবেন না, এসবের পেছনে থাকা ওদের আবেগের কথাটা ভাবুন। দয়া করে ওদের পরিবার ও ভক্তদের পাশে থাকুন। প্রিয়জনের চলে যাওয়া খুবই কষ্টের।