তামিমের মা করোনা আক্রান্ত

Comments · 1517 Views

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মা।

করোনাভাইরাসের ঝড় বয়ে যাচ্ছে জাতীয় দলের দুই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের পরিবারের ওপর দিয়ে। দুজনেরই পরিবারের সদস্যরা একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন।
মাশরাফির আগেই করোনা আক্রান্ত হয়েছেন তাঁর শাশুড়ি ও শ্যালিকা। ওদিকে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিমের বড় ভাই নাফিস ইকবালের সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর মা নুসরাত ইকবালও। তামিম আজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, চট্টগ্রামে নাফিসের দুই সন্তান ও বাড়ির গৃহকর্মীও করোনা আক্রান্ত হয়েছে।
গত কয়েক মাস ছোট ভাই তামিমের সঙ্গে করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের সাহায্যে যুক্ত ছিলেন নাফিস। কদিন আগেই চট্টগ্রামে স্থানীয় কোচদের আর্থিক সাহায্য দিতে দেখা গেছে নাফিসকে।

Comments