কি এক ঝড় সে যে থামবে কবে?
আমি সারাদিন বসে জানালায়।
যোগ বিয়োগ করে আর কি হবে!
যদি ভাগ করে সুখে থাকা যায়।