আমার এই বাইশ বছর জীবনে কি না দেখেছি বা কি না করেছি!
দশ টাকা বাছানোর জন্য চল্লিশ মিনিট এর রাস্তা হেটে বাড়িতে গিয়েছি!
বাবাকে রুজ সকাল ৭টাই ঘর থেকে বের হয়ে রাত ৮টাই ঘরে ফিরতে দেখেছি! ঋিণধার কে বাড়িতে এসে বাবার সাথে বাজে ব্যাবহার করতে দেখেছি!আমি ১৬ বছর বয়সে অভাব এর তারোনায় 3হাজার টাকা বেতনেও কাজ করেছি! আমি খুব কাছের থেকে আত্তিয় সজন দের বদলে যাওয়া ব্যাবহার ও দেখেছি!আমি সিগারেট এর ধোঁয়ায় ও বহু রাত কাটিয়ে দিয়েছি সেই স্কুলের বাড়ান্দায়! এবার বয়স ১৮ বাবার শেষ সম্ভল পুকুর পারের জমিটা বিক্রি করেও প্রবাসে 4লাক্ষ টাকা ঋিণ মাথায় নিয়ে 4টা বছর কাটিয়ে দিয়েছি এবার সময় বাড়িয়ে যাবার তাই অতিত টা মনে হয়ে গেলো!
মধ্যবিত্ত পরিবারের জীবন টাই ভাই নাটক এর চেয়ে নাট্টকিয় তাদের ও দিন বদলাবে থেকে যাবে চিহ্নিত হয় অবহেলা কারিরা?

©Ahmed fahim