ভালোবাসা❤?
সেটা কি???
রোমান্টিক কথা বার্তা বলা????
--মোটেই না?
ভালোবাসা মানে...তো ?
এমন একটা অনুভূতি যেটা আর পাঁচটা অনুভূতি থেকে সম্পূর্ন ব্যাতিক্রম?
ভালোবাসা মানে... তো?
মানুষটা অনলাইনে না থাকাকালীন তার Old ম্যাসেজগুলা বার বার পড়ে ঠোঁটের কোনে এক চিলতে হাসি☺?
ভালোবাসা মানে... ?
তারউপর নিজের সম্পূর্ন অধিকার রাখা?
ভালোবাসা মানে...?
তার Uploaded সব পিকের রিয়েক্টে গিয়ে দেখা নিজে ব্যাতীত আর কোন ছেলে/মেয়ে তার পিকে লাভ রিয়েক্ট দিলো?
ভালোবাসা মানে... তো,?
তার সামান্য এড়িয়া যাওয়া কথা শুনলেই চোখের কোনে পানি আনা?
ভালোবাসা মানে... তো?
তার Message এর
রিপ্লে সামান্যটুকু দেরি হলেও মনে মনে কষ্টঅনুভূত করা?
।ভালোবাসা মানে তো..?
তার উপর কথায় কথায় এক রাশ অভিমান?ভালোবাসা মানে তো..?
কথায় কথায় তাকে মিষ্টি রাগানো??& also তার কাছ থেকেও মিষ্টি বকা শুনা??।ভালোবাসা মানে.. তো?
তার কাছ থেকে খুব কেয়ারিং এর তীব্র আকাঙ্খা?।
ভালোবাসা মানে... কি লিপ কিস??
-মোটেই না?
ভালোবাসা মানে.. তো?
খুব যত্নসহকারে কপালে মিষ্টি চুমু আকা??
.???????
.???
#ভালোবাসা???
ইহা বড় এক আশ্চর্য বস্তু!যে পাই না সে এর মর্ম বুঝে না?আর যে পায় সে এর মর্ম বুঝেও অনেকসময় হেলায় হারায়?।
ভালোবাসার মানুষটাকে কষ্ট দেওয়ার আগে অন্তত একবার ভাবুন,পৃথিবীতে এতো মানুষ থাকতে সে আপনাকেই কেনো ভালোবাসলো???নিশ্চই আপনি তার কাছে পুরো পৃথীবির মানুষ থেকে ব্যাতিক্রম সেই জন্যে??।।
❤
চিরজীবিত থাকুক এই সব ভালোবাসা গুলো??।
আমিও চাই কেউ আমায় ঠিক এইভাবেই ভালো বাসুক???
তোমারই_অপেক্ষায়