ভারতের আহমেদাবাদের ৬ বছর বয়সী আরহাম ওম তালসানিয়া বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। পাইথন ল্যাংগুয়েজের উপর একটি কঠিন পরীক্ষার মাধ্যমে সেই এই কৃতিত্ব অর্জন করে।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরহাম, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ছেলে সাত বছর বয়সী মুহাম্মদ হামজা শাহজাদের আগের গিনেস রেকর্ডটি ভেঙে দিয়েছে। মর্যাদাপূর্ণ প্রশংসাপত্র পাওয়ার জন্য একজন পরীক্ষার্থীর ১০০০ নম্বরর মধ্যে ৭০০ নম্বর দরকার ছিল, কিন্তু সে ৯০০ নম্বর অর্জন করে! আরহাম 'মাইক্রোসফ্ট টেকনোলজি অ্যাসোসিয়েট' হিসাবেও স্বীকৃতি পেয়েছে।
তথ্য সূত্রঃ ANI, NDTV.

image