সবাই কিন্তু এক সময় ছোট থাকে।
ছোট থেকে বড় হয়।
তাই আপনার পাশে কেউ দূর্বল বলে থাকে ছোট চোখে দেখা ঠিক না।
আমরা আজ সমাজে একটি কারণে বেশি পিছিয়ে পড়ি।
যে আমি সেরা
আমি সব কিছু জানি।
আপনার জানা টা কোনো কাজে আসবেনা যদি আপনি ছোট কাউকে বুঝাতে না চান।
উদাহারণ:-হয়তো আপনি অনেক কিছু পারেন।
আপনাকে বলা হলো ২-৩ বছরের কাউকে শিখাতে আপনি ছোট বলে পাত্তা দিলেন না।
তাহলে আপনার জানা আর না জানা সমান।
মনে রাখবেন ছোট থেকে বড় হয়ে উঠেছেন।
আপনি অফিসার আপনার দারোয়ান ছোট বলে থাকে ঘৃণা করবেন?
আসলে কোনোদিন ও আপনি বড় হতে পারলেন না।
তাই আসুন যারা দূর্বল তাদের কে আমাদের কাতারে রাখি যদি ও তারা আমার আর আপনার কাতারের না।
তার পর ও তাকে আপনার কাতারে রাখুন।
তাহলে আপনি প্রকৃত বড় হয়ে উঠবেন।