Somrat Nakshbandi added new photos to Zaker Party
2 yrs

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জটিলতার কারণে,মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন, ভোট দিতে না পারাসহ নানা অভিযোগ এনে ফল প্রত্যাখান করেছেন।
জাকের পার্টির মেয়র প্রার্থী
মোঃ খোরশেদ আলম খোকন।

তিনি বলেন,
ভোট দেওয়ার সময় অনেক মেশিন বন্ধ হয়ে যায়, যা আবার চালু করতে এক থেকে দুই ঘন্টা লেগে যায়।

আবার অনেককেই প্রযুক্তির সাথে পরিচিত নয়, এতে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে।

এবং ক্লান্ত বিরক্ত ও ধৈর্যচ্যুত হয়ে ভোটারদের একটি অংশ ভোট না দিয়ে চলে গেছেন।

আবার দেখা গেছে কিছুক্ষেত্রে ডিজিটাল ব্যালট ইউনিট মেশিন ভোটদানের বাটন ঠিকমতো কাজ করেনি দুই তিন বার বাটাম চাপার পর কনফার্ম হয়েছে।
তিনি বলেন,
জাকের পার্টি প্রযুক্তির বিরুদ্ধে নয় অতএব অত্যন্ত যুক্তি সম্মত কারণে জাকের পার্টি জোরালো আহবান জানাচ্ছে।
এভিএম নয় প্রচলিত ব্যালট ভোট হোক অথবা হ্যাকিং মুক্ত সর্বধুনিক প্রযুক্তি ব্লকচেন টেকনোলজি বাস্তবায়ন হোক , ইভিএম প্রবর্তন হোক।

(সংগৃহীত)

#zakerparty
#সম্রাট_নকশবন্দী

image