?? তরুণ উদ্যোক্তাদের জন্য পরামর্শ
বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেয়া চীনা অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান, আলীবাবা গ্রুপের প্রেসিডেন্ট জ্যাক'মা ইউন' তরুণ উদ্যোক্তাদের প্রতি বলেন:

১. তরুণ বয়সে ভুল হচ্ছে বড় বিনিয়োগ, প্রতিটি ভুল থেকেই তুমি লাভবান হতে পারো।

২. ২৪ বছরে পড়াশোনা শেষ করো। পঁচিশের পর থেকে ভুল করতে থাকো, ব্যর্থ হোও, আবার ওঠে দাঁড়াও।

৩. জীবনের শুরুতে কাজ শুরু কর ছোট কোম্পানীতে, কাজ শিখতে পারবে। ছোট কোম্পানীতে শিখবে অল্প সময়ে একই সঙ্গে কিভাবে অনেক কাজ করা যায়। বড় কোম্পানীতে কাজ করা মানে বড় মেশিনেরে খুচরা পার্টস হওয়া।

৪. কোন কোম্পানীতে কাজ করছো তা’ বিষয় নয়, কেমন বসের অধীনে কাজ করছ সেটিই মূখ্য। একজন ভালো বস একেক কর্মীর জীবন পাল্টে দিতে পারে।

৫. যে কোন পরিস্থিতিতে পড়, জানো, ভ্রমণ কর, অভিজ্ঞতা সমৃদ্ধ কর আর আবিষ্কার কর নিজেকে।

৬. ত্রিশের পর নিজের দিকে তাকাও। নিজের ভিত্ শক্ত করো।

৭. চল্লিশের পর ছুটাছুটি বন্ধ করো। যে কাজটি সবচাইতে ভালো পারো সেটির প্রতিই নজর দাও। এখন আর নতুন কিছু করার চেষ্টা না করাই ভালো। নতুন কিছুতে সফল হতে পারো, কিন্তু ব্যর্থ হওয়ার ঝুঁকি অনেক বেশি।

৮. পঞ্চাশ বছর থেকে কাজ করো তরুণদের জন্য, কারণ এখন তরুনরা যা পারবে তা’ তুমি পারবে না।

৯. ষাট বছরের পর নিজের সব গুটিয়ে নাও। সব গুছিয়ে অানো পরবর্তী প্রজন্মের জন্য।

১০. সত্তরের পর সব শুধু নিজের জন্য। বিশ্রাম, বিনোদন, নিজের কৃতকর্ম দেখো।

image