ব্রেকিং নিউজ.! ব্রেকিং নিউজ.!

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা বেড়িবাঁধে নরসিংদী থেকে বেড়াতে আসা মোঃ মেহেদী (১৭) নামের এক পর্যটক হাওরের পানিতে ডুবে মারা গেছে! সাথে থাকা পর্যটকদের ডাকাডাকি ও আহাজারিতে স্থানীয় লোকজন এগিয়ে আসে। স্থানীয় লোকজন এবং ডুবুরিদের টানা চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর ছেলেটির সন্ধান মেলে!

নিকলী উপজেলা প্রশাসন ও "করোনা ভাইরাস প্রতিরোধ টিম- নিকলী" এর সদস্যরা পর্যটকদের বেড়িবাঁধ সহ হাওরে ঘুরাফেরায় অনলাইন ও স্বশরীরে নিয়মিত বাধা দিয়ে আসছে। এছাড়াও করোনা সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত বেড়িবাঁধ এলাকায় নিয়মিত ভ্রমন বিরোধী অভিযান পরিচালনা করছে।

এত বাধার সম্মুখীন হয়েও ঐ পর্যটক দলটি কৌশলে নিকলীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত রোদারপুড্ডা বাজারে প্রশাসনকে ফাঁকি দিয়ে বিকল্প উপায়ে নিকলী বেড়িবাঁধ এলাকায় প্রবেশ করে। বেড়িবাঁধ এলাকার "প্রেম সাগর" নামক ঘাটে গোসল করতে গিয়ে পানির তাড়নায় হঠাৎ মেহেদি তলিয়ে যায় বলে জানা যায়।

image
image
image