কিশোর কবি খ্যাত সুকান্ত ভট্টাচার্য
১৯৪৫ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে
ব্যর্থ হয়েছিলেন,কিন্তু বর্তমানে সেই
সুকান্তের লেখাই মুখস্থ করে প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হয়।
থমাস আলভা এডিসনকে যে স্কুল
মেধাহীন বলে দোষারোপ করে বের করে
দিয়েছিলো,সেই স্কুলেই থমাসের
আবিষ্কৃত বৈদ্যুতিক বাতি ব্যবহার করতে হয়।
সাকিব আল হাসানের বাবা
ক্রিকেট খেলার কারণে পাঁচ পাঁচটি ব্যাট আগুনে পুড়িয়ে দিয়েছিলেন,সেই তিনিই এখন ছেলের ক্রিকেটের জন্য গর্ববোধ করেন।
এ. পি. জে. আবদুল কালামকে যে
ভারতীয়রা ছিটগ্রস্ত আখ্যা দিয়েছিলো,তারাই
এখন তার আবিষ্কৃত পারমানবিক বোমা বা
মিসাইল আবিষ্কারে তাকে উচ্চাসনে আদিষ্ট করেছে।
বিধাতা পৃথিবীর প্রতিটা মানুষকেই
অপরিহার্য করে সৃষ্টি করেছেন,প্রতিটা মানুষই এমন. অবদান রাখার
জন্য এসেছে যে কাজটা অন্য কেউ
পারবেনা।
ক্যাম্পাসের গলায় বাদাম ঝুলিয়ে
হেটে হেটে বিক্রি করা লোকটাও অপরিহার্য,কারণ তার জন্যই বাদাম খেতে দূরে যেতে
হচ্ছে না।
ওভারব্রিজে বসে বসে ভিক্ষা করতে
থাকা অন্ধ মেয়েটাও অপরিহার্য,কারণ তার জন্যই আমরা শারীরিক ত্রুটিহীনতার জন্য
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে নিজের কাজে ইন্সপায়ার্ড হই।
প্রতিটা মানুষই একেকজন
লিন্চপিন,তার মানে এটা নয় যে তাকে মাইক্রোসফট প্রতিষ্ঠা করতে
হবে,কিংবা পদার্থ সম্রাট হকিংস হতে হবে অথবা অর্জুনের মত বীর হতে হবে।
আমি যদি একাডেমিশিয়ান হতে
ব্যর্থ হই,তার মানে আমার ভবিষ্যৎ অন্য জায়গায়।
আমি যদি বিসিএস ক্যাডার
হতে ব্যর্থ হই,তার মানে হয়তো বিজনেসে
ভালো করবো,কিংবা বিজনেসে ব্যর্থ
হলে হয়তো আমার সম্ভাবনাটা অন্য কোথাও।
সুতরাং বিশ্ব প্রতিপালক মানুষকে সে
জিনিসটাই প্রদান করেন,যেটা তার জন্য কল্যাণকর,
...তাই জীবনের প্রতি হতাশ হওয়ার
কোনই মানে নেই.....
পারবো,পারতে হবেই