কিরিন ৯৭০,সম্ভাব্য প্রথম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সাপোর্টেড প্রসেসর।এই প্রসেসরটা হুয়াওয়ে প্রথম তাদের ফ্ল্যাগশিপ ফোন মেট১০ প্রোতে ব্যবহার করে।মেট১০ প্রো বাজারে আসার পরই এই খবরটা বের হয়।তখন পেপার কাটিংটা রেখে দিয়েছিলাম।সেদিন হঠাৎ চোখে পড়ল।যারা বলেন স্ন্যাপড্রাগন বেস্ট,কিরিন ফালতু।তারা কিরিনের ক্ষমতা সম্পর্কেও একটু ধারণা নিয়ে নেন।তবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বাদেই,কিরিনের ফ্ল্যাগশিপ প্রসেসরগুলো কিন্তু একেকটা আগুনের গোলা।
বি.দ্রঃভিডিওটা ইউটিউবে আছে। বিশ্বাস না হলে দেখে নিতে পারেন।