ভাবছেন শিশুটির কি হয়েছে তাই না? না শিশুটির কোন অসুখ হয়নি বা এতিমও নয়। তার সামনে যে দরজাটা দেখছেন ওই বাসায় তার মা কাজ করে। তবে শর্ত হল তার এই দেড় বছরের মাসুম বাচ্চাটাকে বাসার বাইরে রেখে আসতে হবে। এটা প্রতিদিনের রুটিন।মায়ের জন্য অপেক্ষা করতে করতে ক্ষুধার্ত শিশুটি তার ক্লান্ত শরীরটাকে এভাবে লুটিয়ে দিয়েছে।
মানবতা আজ কোথায়? মর্মান্তিক,হ্রদয়বিদারক,
এমন কিন্তূ আমি ও দেখছি মানুষ কেমন
ভাবতে ও অবাক লাগে আমরা কি ।
আসলেই মানুষ।
(সংগ্রহিত)

image