আবরারের মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে।আমরা আবরার হত্যার বিচার চাই। জড়িত সবার সর্বোচ্চ শাস্তি চাই।
কিন্তু জাতি যেনো আবারো গুজবের কবলে না পরে সেদিকে লক্ষ্য রাখা উচিত। দ্বিতীয় ছবিটি আবরারের না। আবরার ট্রাউজার্স পড়া ছিল, দ্বিতীয়টিতে প্যান্ট পড়া। দুইটা দুই ছবি।