গল্প :-
--------""অহংকারী মেয়ে""
.
লেখক:- #Nayem_Ahmed
.
★--------পর্ব :০৬ ~~~
.
.
শান্ত রুমে প্রবেশ করার পরে এনি দরজা লাগিয়ে শান্তর দিকে এগুচ্ছে আর শাড়ির কুচিগুলো এক এক করে খুলছে,এনি যখন শান্ত এর খুব কাছাকাছি চলে আসে শান্ত তখন এনিকে জোরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়।
এনিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে এনি অবাক হয়ে শান্তর দিকে তাকিয়ে....
-কি হয়ছে(এনি)
-তুমি আমার কাছে আসো কেনো?
-এখন তুমি আমার স্বামী হও, আমার যা মন চাই তা করবো
-আমি কিছু করতে পারবো না
-কেনো?
-আমার এই শরীর শুধু জুই এর জন্য
-এখন কিন্তু খুব খারাপ হবে
-কি খারাপ করবা তুমি? মারবা? মারো
-এত কথা না বলে আসো ঘুম আসছে বলে শান্তর হাত ধরে
-শান্ত হাত ঝাড়া দিয়ে, এই হাতে ধরার শুধু জুই এর অধিকার আছে তোমার না
-জোর করে আদায় করতে হবে?
-কি জোর করবা?
-বলছি ভালোই ভালোই চলো একসাথে শুয়ে ঘুমায়
-শান্ত তখন পাতলা একটা কাথা নিয়ে সোফার উপরে গিয়ে শুয়ে পরে।
এনি শান্তর দিকে অবাক চোখে তাকিয়ে আছে।
শান্ত সোফায় শুয়ে নাকে মুখে কাথা দিয়ে জুই এর কথা ভাবতে চোখ দিয়ে পানি চলে আসে।
আর এনি খাটের উপর বসে বসে শান্তর দিকে তাকিয়ে আছে।
সকাল হওয়ার পরে সবাই একসাথে নাস্তা করার পরে শান্ত বাহিরে যাবে এমন সময়...
-কোথায় যাও?(এনি)
-মন যেখানে চায় সেখানে যাবো
-এভাবে কথা বলো কেনো?
-আমি এভাবেই কথা বলি
-বললেই তো পারো জুই এর সাথে দেখা করতে যাচ্ছো
-ভালোই আন্দাজ করতে পারো
-জুই এর সাথে যাতে কখনোই না দেখি
-জুইকে বিয়ে করবো
-ঐ চুপ করবি নাকি এখন লাঠি পেটা করবো
-বড় গলা করে লাভ নাই, বায়
বলে শান্ত বাহিরে চলে যায়।
জুই এর সাথে দেখা হওয়ার পরে জুই অন্যদিকে চেয়ে আছে আর কতক্ষণ পর পর নাক টানছে তাতে শান্ত বুঝতে পারে ও কান্না করছে।
-জুই আমি এখন কি করবো বলো? আমি কিচ্ছু বুঝতাছি না
-ওর সাথে বাসর করছো, এখন হানিমুনে যাবা
-জুই এসব কি বলছো?
-মিথ্যা বলছি নাকি?
-আরে বাবা আমাকে তুমি না বুঝলে কে বুঝবে? বলছি তো আমি পরিস্থিতির স্বীকার।
-শান্ত আমি পারতাছি না বলে একটু আওয়াজ করে কান্না করে দেয়।
-শান্ত ও জুইকে বুকে নিয়ে কান্না করে দেয়
-শান্ত আমি কি তোমাকে হাড়িয়ে ফেলবো?
-শান্ত তখন দু হাতে মাথার দুপাশে রেখে চোখে চোখ রেখে,আমাকে বিশ্বাস করো?
-হ্যা
-তাহলে আবারো শুনো,এই শান্তর সবকিছু জুই এর জন্য
-জুই তখন শান্তকে জড়িয়ে ধরে ফেলে
তখন শান্তর ফোনে কল আসে।
শান্ত পকেট থেকে মোবাইল বের করে দেখে এনি ফোন করছে,ফোনটা ধরার পরে...
-কোথায় তুমি?(এনি)
-বউয়ের কাছে(শান্ত)
-কিহহ
-হ্যা
-মজা করতাছো?
-ভিডও কল দেও, তোমাকে দেখতে খুব ইচ্ছা করতাছে বলে ফোন টা কেটে দেয়।
-এই তোমার মাথায় কি ভূত চাপছে?
-না তো
-তাহলে যে বললা ভিডিপ কল করতা
-হুমম
-কিন্তু কেনো?
-ওয়েট বলে শান্ত এনিকে ভিডিও কল করে।
এনি হাসি মনে রিসিভ করে, এনি শান্তকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়।এমন সময় শান্ত জুইকে কাছে টেনে কিছ করে আর এনিকে দেখাচ্ছে
-শান্ত এসব কি করছো? খুব খারাপ হবে কিন্তু
-হি হি হি বেশি খারাপ হবে?
-হ্যা
-তাহলে আরো দেখো বলে জুইকে আরো কাছে টেনে লিপ কিছ করে।
কিছ করে চেয়ে দেখে ভিডিও কল কেটে দিছে।শান্ত তখন বুঝতে পারে হয়তো সহ্য করতে পারছে না তাই ফোন কেটে দিছে।
-এসব করার কি দরকার ছিলো?(জুই)
-মন চাইছে তাই করছি এখন এসব বাদ দাও বলে জুই এর সাথে আরো কতক্ষণ সময় কাটিয়ে বাসার দিকে রওনা দেয়।
বাসায় যাওয়ার পরে শান্ত রুমে গিয়ে শুয়ে আছে এমন সময়.....
-এসব কি?(এনি)
-কোন সব?
-জুই এর সাথে এসব কি করছো?
-বউয়ের সাতে স্বামী এসব করেই
-আমি তোমার বউ,আমার সাথে করো
-হি হি হি
-হাসো কেনো?
-নতুন বছরের সেরা জোকস টা শোনলাম তাই হাসি আসতেই পারে
-এটা কি জোকস?
-কেনো নয়? তুমি কোনো মেয়ে না, তুমি কিছু মানুষের জীবনে বড় একটা বাধা
-রাগ উঠাবানা বলে দিলাম
-রাগ উঠিয়ে দিলে কি করবা
-থাপ্পর দিবো
-থাপ্পর দিবা?
-হ্যা
.
.শান্ত তখন ঠাস ঠাস করে কয়েক টা থাপ্পর মারে।
-আমার আশে পাশে যেনো তোকে না দেখি বলে শান্ত রুম ছেড়ে চলে যায় (শান্ত)
এই প্রথম শান্ত এর মুখ থেকে তুই করে শুনে এনির একটু খারাপ লাগছে।
এনি কান্না করতে করতে একসময় ফ্রেশ হয়ে ছাদে গিয়ে বসে বসে ভাবতে থাকে শান্ত আগে এমন ছিলো না কিন্তু এখন কেনো এমম হলো?
এসব ভেবে এনি নিজে নিজেই কান্না করে দেয়।
রাতে রুমের ভিতরে ডুকে দেখে শান্ত শুয়ে আছে তখন এনি শাড়ির আচল মেলে শান্তর উপর ঝাপিয়ে পরে শান্তকে কয়েকটা কিছ করে ফেলে।
শান্ত হঠাৎ লাফ দিয়ে উঠে,শান্ত কখনো এসবের জন্য প্রস্তুত ছিলো না।
শান্ত রেগে....
-এসব কি করছো?(শান্ত)
-আমার স্বামী কে আমি করছি
-ওমাহহহহ
-কি?
-তুমি আবার স্বামী কে আদর ও করতে পারো?
-আমি কি তোমার স্বামী নাকি?
-হ্যা
-আমি তো জুই এর স্বামী
-অপপস শুধু জুই আর জুই
-কি হয়ছে?
-জুই এর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই?
-তোমার অনেক কিছুর অভাব আছে
-প্লিজ তুমি আমাকে ভালোবাসো , তোমাকে অনেক বেশি ভালোবাসবো
-স্যরি , এই শান্ত শুধু জুইকে ভালোবাসে
-আমি তোমাকে ভালোবাসি
-আমি ভালোবাসি না
-কেনো, কি কারনে?
-অনেক কারন আছে
-কারনগুলো বলো
-জুইকে অনেক বেশি ভালোবাসি
- ওহহহহ শীট আবার জুই??
-হুম শান্তর মুখে সারাক্ষণ ই জুই থাকবে।
-আমাকে কি একটা চান্স দেওয়া যায় না?
-না
-কেনো?
-কারন একটাই জুইকে ভালোবাসি
-আমি তোমাকে ভালোবাসি
-হা হা হা
-কি? হাসো কেনো?
-ভালোবাসি কথাটা শুনে হাসি পেলো আর কি
-এতে হাসি পাওয়ার কি আছে?
-আমাকে তুমি ভালোবাসো না
-ভালোবাসি
-এটা ফেইক লাভ কারন কয়দিন আগেই তুমি আমাকে সহ্য করতে না আর এখন ভালোবাসা উতলে উঠছে
-কেউ কি অল্প সময়ে লাভ করতে পারে না?
-পারে কিন্তু তুমি পারো না বলে বিছানা থেকে পাতলা কাথা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পরে।
সকাল সকাল শান্ত বাসা থেকে বের হওয়ার সময়...
-কোথায় যাও?(এনি)
-তোমার কাছে বলতে হব?
-হ্যা
-আমার মন যেখানে চায় সেখানে যাবো
-আমাকে নিয়ে যাও
-আমি পারবো না
-কেনো?
-এমনি
-জুই সাথে থাকবে তাই তো?
-ওমাহহ এত ভালো আন্দাজ করতে পারো?
-এনি তখন মন খারাপ করে ফেলে
-বায় বলে শান্ত বের হয়ে যায়।
জুই এর সাথে শান্তর দেখা হওয়ার পরে শান্ত জুই এর হাত ধরে জুই এর চোখে চোখ রাখে
-এই কান্না করছো কেনো?(শান্ত)
জুই তখন শান্তর চোখের দিকে চেয়ে ফুপিয়ে কান্না করতে থাকে
-আরে কি হয়ছে সেটা তো বলো
-আমি আর পারতাছি না
-জুই আরেকটু ওয়েট করো প্লিজ
-শান্ত যদি ৬মাসের মধ্যে আমাকে তোমার করতে না পারো তাহলে তোমার কসম আমার মরা মুখ দেখবা বলে অন্যদিকে চেয়ে শব্দ করে কান্না করে দেয়।
-এসব দেখে শান্ত ও নিজকে কন্ট্রোল করতে না পেরে কান্না করে দেয়।
শান্ত জুইকে বাসার কাছে নামিয়ে দিয়ে মন খারাপ করে বাসায় আসে।
শান্ত বাসায় আসার পরে এনির বাবা শান্ত কে ডাক দেয়।
এনির বাবা ডাক দেওয়ার পরে শান্ত ভাবে এনি কিছু বলে দেয় নাই তো? যদি কিছু বলে দেয় তাহলে খারাপ কিছু হয়ে যাবে,এসব ভাবতে ভাবতে ভয় নিয়ে এনির বাবার সামনে যায়।
-বাবা আজকে সবাই মিলে তোমার ফুপির বাসায় যাবো, বিকালের দিকে রেডি হয়ে যাইয়ো
-জি আচ্ছা
-ফ্রেশ হয়ে আসো,একসাথে খেতে বসবো
-ওকে বলে শান্ত সে রুমে যেতে যেতে মনে মনে বলে যেটা ভাবছিলাম সেটা না।
-এতক্ষণে আসতে মন চাইছে?(এনি)
-নিজের পছন্দের মানুষের কাছে কার না থাকতে ভালো লাগে?
-ওহহ তার মানে এতক্ষণ জুই এর সাথে ছিলে
-হ্যা বলে শান্ত সবকিছু নিয়ে ওয়াশরুমে ডুকে।
বিকাল হওয়ার পরে সবাই বের হবে, গাড়িতে উঠার সময় শান্ত আর এনি পিছনের সিটে আর এনির বাবা আর মা তাদের সামনের সিটে বসে।
গাড়ি তার নিজস্ব গতিতে চলছে হঠাৎ এনি শান্তকে কিছ করে।
-এসব কি?(জুই)
-আদর করছি বলে আরেকটা দেয়
-আরে এসব কি করতাছো?(শান্ত রেগে গিয়ে)
-বাবাকে ডাক দিবো?
-ব্ল্যাকমেইল করতাছো?
-সোজাসুজি রাস্তায় যখন পায় না তাই বাকা রাস্তায় তো যেতেই হবে বলে আরেকটা কিছ করে
-এনি ভালো হচ্ছে না কিন্তু
-কি করবা?
-প্লিজ এসব বন্ধ করো,আমার ভালো লাগছে না
-ঠোটে আরেকটা চুমু দেয় ঠিক তখন শান্তর মোবাইলে ফোন আসে,শান্ত মোবাইলটা বের করে দেখে জুই এর নাম্বার থেকে ফোন আসছে। এনি জুই এর নাম্বার দেখতে পেয়ে শান্তর হাত থেকে মোবাইল টা কেড়ে নিয়ে.......... ♥
.
.
.
♥----"To be Continue"---♥