গল্প :-
--------""অহংকারী মেয়ে""" ♥
.
লেখক:- #Nayem_Ahmed
.

★-------পর্ব :- ০৩ ~~~
.
.
তখন কি আমাকে মারবি?(এনি)
-আমি কি এসব বলছি?(শান্ত)
-তোর কথায় বুঝা যায় তুই আমাকে ভয় দেখাচ্ছিস
-তোমার মাইন্ড ঠিক করো বলে শান্ত রুমে চলে যায়।
সন্ধ্যার দিকে এনির বন্ধু বান্ধবী ১০-১২জন তাদের বাসায় আসে।
কখনো এতগুলো বন্ধু একসাথে আসে নাই, আজকে আন্টি আর আংকেল নাই তাই হয়তো তাদের নিয়ে আসছে।
বন্ধুরা আসার পরে এনি শান্তকে ডাক দেয়।
-কেমন আছো সবাই(শান্ত সবাইকে উদ্দেশ্য করে)
-ভালো তুমি কেমন আছো?(সবার আগে জুই)
-হ্যা ভালো
-তোকে ডাক দিছি ওদের সাথে কথা বলতে না
-ওহহ স্যরি , কিসের জন্য ডাকছো?
-ঐ রুমটা পরিষ্কার কর
-অন্য সব রুম ই তো খালি আছে,ঐ রুম কেনো?
-বারবিকিউ পার্টি হবে, সেখানে হালকা নাচানাচি হবে, তাই পরিষ্কার করতে হবে
-ওহহ
-হ্যা, যা কাজে লাগ
শান্ত তখন সবার দিকে চেয়ে একটা মুচকি হেসে রুমে ডুকে কাজে লেগে যায়।
শান্ত কাজ করার সময় লজ্জা পায় না কিন্তু আজকে কেমন জানি আনইজি লাগছে।তখন জুই রুমে ডুকে
-কিছু লাগবে?(শান্ত)
-এনি কি তোমাকে সারাক্ষণ এভাবে জ্বালা দেয়?
-না তো
-হয়ছে আমার কাছে লোকাতে হবে না,ঝাড়ু টা আমার কাছে দাও
-আরে এসব কি বলছো?
-হ্যা দাও
-না না তুমি ওখানে গিয়ে বসো আর ৫-৬ মিনিট লাগবে সবকিছু গুছিয়ে ঠিক করে নিবো
-ঝাড়ু টা দিতে বলছি
-তুমি কি আমাকে বকা আর থাপ্পর খাওয়াতে চাও?
-মানে?
-হুমম
-ও কি তোমাকে মারে ও?
-ওসব কিছু না
-তুমি কি প্রতিবাদ করতে পারো না?
-গরীব তো তাই কেউ শুনবে না
-কে বলছে শুনবে না
-এই যে তুমি এসব বলছো না? এটা যদি এনি জানে তাহলে তোমার ও খবর করে ছেড়ে দিবে
-তোমাকে গ্রাম বাংলার একটা প্রবাদ বলি সেটা হলো, "মেয়েরা রাগলে হয় বেশ্যা আর ছেলেরা রাগলে হয় বাদশা"
এই কথাটা তুমি চারদিকে মিলিয়ে নিও
তুমি নিজের মন মানুষিকতা কাজে লাগাও
-এটা বাংলাদেশ, বলা সহজ, করে দেখিয়ে দেওয়া অনেক কঠিন
-হুম জানি, তাও ট্রাই করো
-করতাছি তো, অনার্স টা শেষ হউক তারপর কিছু একটা হবে
-হুমম বেস্ট অফ লাক।বলে চলে যাবে এমন সময় এনি রুমে ডুকে....
-ভালোই আড্ডা দিচ্ছিস(এনি)
-দেখতে আসলাম কি কাজ করছে(জুই)
-ওহহ তুই হেল্প করছিস নাকি?
-চাইছিলাম কিন্তু দেয় নাই
-যা বাহিরে যাহ
জুই বাহিরে যাওয়ার পরে এনি শান্তর দিকে অগ্নি চোখে চেয়ে বাহিরে চলে যায়।
রুম পরিষ্কার শেষে ৪টা সাউন্ড বক্স রুমে নিয়ে যায়।
সবকিছু ঠিকঠাক করে ওরা ওদের কাজ শুরু করে।
বাসায় কোনো রান্না না হওয়ায় শান্ত ফ্রিজ খুলে দেখে কতোগুলো বিয়ার আর মদের বোতল। এসব দেখে শান্তর চোখ কপালে উঠে যায়।
শান্ত ফ্রিজটা তারাতারি আটকিয়ে ছাদে চলে যায়।
ছাদে গিয়ে মোবাইলে লো বলিউমে গান লাগিয়ে আনমনে আকাশের দিকে চেয়ে আছে,এমন সময় জুই পিছন দিয়ে এসে
-যেভাবে চেয়ে আছ যেনো তারা গুনছো
-আজ আকাশটা অনেক সুন্দর লাগতাছে
-সুন্দর তো লাগবেই কারন সুন্দর মনের মানুষ আকাশের দিকে চেয়ে আছে(জুই)
-মানে?
-হুমম তোমার মন মানুষিকতা আসলেই অনেক ভালো
-তুমি যে এখানে আসছো এটা কি এনি জানে?
-না, ওরা নাচানাচি করছে
-ওহহ
-হ্যা
-তোমার নাম্বার টা কি দেওয়া যাবে?
-ছোটলোকের নাম্বার নিয়ে কি করবা?
-কথায় কথায় এটা বলো কেনো?
-কি করবো, আমি তো ছোট লোকই
-তোমার হাত পা সবই তো ঠিক আছে, সো হাত পা থাকতে কেউ ছোট লোক হতে পারে না।
-আচ্ছা এসব বাদ দাও
-কিছু খায়ছো?
-নাহ আজ রান্না হয় নাই
-নাও এটা খেয়ে নাও(জুই হাত বাড়িয়ে)
-আমার জন্য এসব করতে গেলা কেনো?
-কি করছি?
-এই যে এটা সবার চোখ ফাকি দিয়ে আনছো
-এটা আমার ভাগের খাবার, খেয়ে নাও
-তুমি ও খাও
তখন দুজন ভাগ করে খেয়ে নেয়।
খাওয়া শেষে...
-একটা কথা বলি?(শান্ত)
-লেডিসদের মতো কথা বলো কেনো? কি বলবা বলে ফেলো(জুই)
-পার্সোনাল তো তাই
-ওকে বলো
-তুমি কি ড্রিংকস করো?
-তাল মিলিয়ে চলতে হয়
-এসব না খাওয়া ই ব্যাটার
-জানি
-তাহলে খাও কেনো
-ওকে আর খাবো না বলে দুজনে ছাদের দোলনায় বসে গল্প করতে থাকে।
একসময় জুই শান্তকে প্রশ্ন করে....
-কাউকে পছন্দ করো? (জুই)
-এনির মা-বাবাকে(শান্ত)
জুই এই কথা শুনে ফিক করে হেসে দেয়।
-হাসো কেনো?
-তোমার কথা শুনে
-কি এমন বলছি যে হাসতে হবে?
-আমি বলছি কাউকে ঐভাবে পছন্দ করো কি না?
-না, গরীবের আবার পছন্দ
-আবার(রাগি মুখে)
-স্যরি
-আর বলবানা এসব বলে দিলাম
-ওকে
-তোমার ফেবারিট কোন কালার?
-নীল
-শুধু নীল?
-হুমম নীল রংটা আমাকে অনেক আকর্ষণ করে
-ওহহ
-হ্যা, তোমরা কি এসব জিন্স ছাড়া শাড়ি পরতে পারো না?
-পারি না
-তোমার মা তো মনে হয় পারে
-হুমম পারে
-তাহলে শাড়ি পইরো
-ওকে
-তোমাকে শাড়িতে অনেক মানাবে
-তাই নাকি?
-হুমম
-তোমার কি শাড়ি ভাল্লাগে?
-হুমম
-ওকে কালকে কলেজে শাড়ি যাবো
-ওকে
- এই তোনার ইচ্ছা হয় না কারো হাত ধরে হাটতে?
-এসবের ইচ্ছা হলে কল্পনায় ডুব দেয় তখন সব ইচ্ছা মিটে যায়।
-হি হি হি
-কি?
-কল্পনায় কার হাত ধরো?ইমমমমমম
-ফেইস টা নিয়ে ভাবিনায়
-হুমম ইচ্ছা হলে ভাবতে পারো
-মানে?
-বলতাছি ইচ্ছা হলে এই হাত ধরে হাটতে পারো(জুই হাতটা বাড়িয়ে)
ভালোই তো রোমান্স হচ্ছে(পিছন থেকে এনি)
-ত ত ত তুই.......?(জুই)
-ডিস্টার্ব করলাম নাকি?
-কে বলল?(জুই)
-তাহলে এত অবাক হচ্ছিস যে
-কিসের জন্য আসছিস বল
-তুই আমার বান্ধবী সেটা আমার ভাবতেও কেমন জানি লাগছে
-কেনো?
-তুই এমন সস্তা মনের জানা ছিলো না
-আরে আমি কি করলাম?
-তুই আমার বাড়ির কাজের ছেলের সাথে প্রেম করতে চাচ্ছিস সেটা দেখে বমি বমি ভাব হচ্ছে
-কেনো রে? ও কিভাবে কাজের লোক?
-হি হি হি ও কাজের লোক না?
ঐ ছ্যাচরা যা তো নিচ থেকে কিছু খাবার নিয়ে আয়।
শান্ত তখন দাড়িয়ে থাকে।
-ঐ তোরে কি বলছি?
তারাতারি যা বলছি না হলে খারাপ হবে
-যাচ্ছি
শান্ত তখন নিচে যায়।
-জুই তুই এসব করবি আমি ভাবতেই পারছিনা
-ও কি দেখতে সুন্দর না?
-হ্যা সুন্দর বাট তার চেয়েও সুন্দর ছেলে আছে
-তার চেয়ে সুন্দর কয়টা ছেলে আছে? আমাদের ফ্রেন্ডসিপের মধ্যে ও তারমতো একটা ছেলে নেয়
-ছি তোর নজর এমন নিচ জানতাম না বলে এনি নিচে নেমে যায়।
তারকতক্ষন পরে জুই ও নিচে নেমে যায়।
জুই নিচে গিয়ে দেখে এনি সোফায় বসে আছে আর বাকি সবাই নাচানাচি করছে।
এমন সময় শান্ত নিচ থেকে এনির কথা মতো সবকিছু নিয়ে তাদের রুমে প্রবেশ করে।
রুমে প্রবেশ করার সাথে সাথে..
কয়েকটা থাপ্পর দিয়ে
-তুই এই রুমে আসার সাহস পেলি কিভাবে?(এনি)
-স্যরি
-এই ছোটলোকের বাচ্চা এখানে যাদের দেখতে পাচ্ছিস তাদের জুতোটার মতো ও হতে পারোস নাই
-হুমম জানি বলে শান্ত চোখ দিয়ে দু ফোটা পানি ফেলে তার রুমে চলে যায়।
-জুই এটা দেখেও কোনো প্রতিবাদ করতে পারে নাই,জুই জানে এনি বদমেজাজি। কোন সময় কি করে বলা যায় না।
পার্টি শেষ হওয়ার পরে রুম থেকে শান্তকে ডেকে এনে সবকিছু গুছাতে বলে,শান্ত ও তখন সবকিছু ঠিকঠাক করে শান্ত নিজের রুমে গিয়ে ঘুমিয়ে থাকে।
২দিন পরে ভার্সিটিতে যাওয়ার পরে জুই শান্তকে দেখে শান্তর কাছে আসে।
-কেমন আছো?(জুই)
-আলহামদুলিল্লাহ, তুমি?
-আমিও ভালো,এনি আর কিছু বলছে?
-ও প্রতিদিন ই আমার সাথে এমন করে
-আর তুমি সব সহ্য করে নাও
-এছাড়া আর কি করা যাবে?
আমার মতো লোক তো আর কারোর অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না
-আমি স্যরি
-কেনো?
-আমার জন্যই তো ঐদিনের ঘটনা টা হলো
-আরে এটা কি বলছো? আল্লাহ কপালে রাখছে তাই হয়ছে
-নাহহহ
-একটা প্রবাদ আছে"যদি থাকে নসিবে আপনাআপনি আসিবে "
-এই প্রবাদটা কি পুরোপুরি সত্যি?
-হ্যা(শান্ত)
-নাহ একদম পুরো সত্যি না
-কিভাবে?
-মনে করো একটা চোর কোনো বাসায় চুরি করতে গেলো।বাসা থেকে সবকিছু বের করে যদি চোর টা বাড়ির কাছে বসে থাকে,সকালে কিন্তু চোরকে ধরে ফেলবে এবং মারবে। চোর যদি তখন বলে এটা আমার ভাগ্যে ছিলো তখন কি সেটা ঠিক হবে? আল্লাহতালা বলছে তুমি চেষ্টা করো,তুমি যদি একটা জিনিসের জন্য মন দিয়ে চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ কাজটা সাক্সেস হবেই। হ্যা আমি আবার পুরোপুরি কাজের কথা ও বলবো না।সব কিছুর ক্ষেত্রে কর্ম আর ভাগ্য দুইটা দুইটার উপর নির্ভরশীল।
আল্লাহ বলছে তুমি চেষ্টা করো আমি দেওয়ার জন্য প্রস্তুত।
-হ্যা তোমার কথায় যুক্তি আছে
-তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ পারবেই
-ওকে, এখন ক্লাসে যাবা না?
-হুমম যাবো, তুমি আলাদা যাও না হলে এনি আবার উল্টাপাল্টা ভাববে
-ওকে
শান্ত ক্লাস শেষ করে বাসায় ফিরে।
-ক্লাস কেমন চলছে?(এনির বাবা)
-জি আংকেল ভালো
-রেজাল্ট টা ভালো কইরো বাবা
-আংকেল দোয়া করবেন
-বাবা তোদের জন্য দোয়া না করলে কার জন্য করবো রে?
সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা, পূর্বের মতো আবারো সবাইকে পিছনে ফেলে তুই এগিয়ে যাবি
-জি আংকেল
-ফ্রেশ হয়ে খেতে আয়।
শান্ত সন্ধ্যায় মাগরিবের নামাজ পরে ছাদে বসে আছে এমন সময় জুই ফোন দেয়।
-কি করো?(জুই)
-এইতো ছাদে বসো আছি,তুমি?
-রুমে বসে আছি
-ওহহ
-হ্যা,এনি কোথায়?
-বাসায় ই
-ওহহ
-হ্যা
-কালকে ফ্রি আছো?(জুই)
-হ্যা, কেনো?
-আমার সাথে একজায়গায় যেতে পারবে?
-কোথায়?
-নদীর পাড়ে হাটবো
-কোন সময়?
-বিকালে
-ওকে
পরেরদিন বিকালে জুই এর সাথে ঘুরতে বের হয়।
নদীর পারে দুজন একসাথে হাটছে আর কথা বলছে এমন সময় জুই হঠাৎ শান্তকে প্রশ্ন করে
-আমাকে তোমার কেমন লাগে?
-ভালো-ই লাগে
-ই হিসাবে কেমন লাগে
-কি হিসাবে?
-বুঝনায়?
-বুঝলে কি আবার প্রশ্ন করতাম?
-আমাকে বউ হিসাবে কেমন লাগবে?
-লাল শাড়িতে হেব্বি মানাবে
-ওহহহ শিট
-কি?
-ভালোবাসি
-কাকে.....?.
.
.
♥-----"To be Continue"----♥
.