ভালবাসার মাঝে আছে শুধু-ব্যার্থতা আর অবনতি,
তা জানার পরেও ভালোবাসি তোমায়-যদিও হয় আমার ক্ষতি,
আমার বিশ্বাস তুমিই হবে আমার-সেই ভালোবাসা থাকবে শুধু তোমার প্রতি।
(K)